
জেমস আব্দুর রহিম রানা, যশোর :
আজ মাহে রমজানের ২১ তম দিন অতিবাহিত হতে চলেছে। আর মাত্র ৮ম
থেকে ৯ম দিন পর অনুষ্ঠিত হবে মুসলমানের শ্রেষ্ঠ ও সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর।
যা মুসলমানদের জন্য প্রতি-বছর আসে। কিন্তু এবার ঈদুল ফিতর পালন করা হবে শর্তের মাঝে। ঈদগাহতে হবে না ঈদের জামাত, শহর থেকে ফিরবে না আপনজন। মায়ের হাতের সেমাই, পায়েস, খেতে পারবে না পরিবারের সদস্য, আত্বীয় স্বজন, বন্ধু বান্ধব। কারন বিশ্ববাসী আজ করোনা ভাইরাসের কাছে বন্ধী। দিনদিন বাংলাদেশে করোনা আক্রান্তের সংখা বৃদ্ধি পাচ্ছে বিগতদিনের চেয়ে অধিক হারে।
ঠিক তখনি যশোরের অভয়নগর উপজেলাধীন নওয়াপাড়া বাজারে বিভিন্ন এলাকা থেকে আসছে হাজার হাজার ক্রেতা সাধারণ। সারা বাজারের কাপড়র দোকানগুলোতে অগনিত মানুষের চাপে দিশেহারা ব্যবসায়ী ও বিক্রয়কর্মীরা।
প্রশাসনের নির্দেশনা না মেনে অনেক দোকানীরা বেচাকেনা করছে। সকলের অসচেনতায় অভয়নগরে আবারো অধিক হারে দেখা দিবে করোনা সংক্রমনিত রোগী, এমনটায় জানিয়েছেন সচেতন সমাজ। নওয়াপাজারে সপিং করতে আসা
মাছুমা (৩১) জানার এমনিতেই অধিক গরম অন্যদিকে করোনা সংক্রমনের
ভয়। যদি একজন করোনা রোগি এই ভিড়ের মাঝে থাকে তাহলে শতশত লোকও আক্রান্ত হবে। চুড়িপট্টিতে ছোট ছোট দোকানে মেহেদি, কসমেটিক সহ বাচ্ছাদের খেলনা কেনায় ভিড় করছে। দোকানের সামনে রশ্মি, বা গোল চিন্হ মানছে
না অনেকেই।
সুতরাং আমাদের উচিৎ মুখে মুখোস, হাতে গ্লাভস নিয় যেন বিশেষ প্রয়োজন ছাড়া বের না হয়। যদি এখনও বেশি বেশি সচেতন না হয় করোনা মোকাবেলায় কাজ করা সম্ভব হবে না।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০