নিলয় ধর,স্টাফ রিপোর্টার (যশোর):-
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ৩১ জুলাই, ২০২০ খ্রি. তারিখ রাতে ঘোষিত করোনার টেস্টের ফলাফলে
যশোরের ২৮৯ জনের নমুনা পরীক্ষা করে ১০৭ জনের করোনা শনাক্ত। এছাড়া আজ সকালে যবিপ্রবিতে যশোরের ২৯ জন ও খুলনা ল্যাবে ০৪ জনের করোনা শনাক্ত হয়। এই নিয়ে আজ যশোরে ১৩৯ জনের করোনা শনাক্ত হলো। এছাড়া,মাগুরার ৪৩ জনের নমুনা পরীক্ষা করে ২২ জনের,সাতক্ষীরার ৫০ জনের নমুনা পরীক্ষা করে ১৮ জনের ও বাগেরহাটের ১৪ জনের নমুনা পরীক্ষা করে ৫ জনের নমুনাতে কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে।
অর্থাৎ যবিপ্রবির ল্যাবে মোট ৩৯৬ জনের নমুনা পরীক্ষা করে ১৫২ জনের করোনা পজিটিভ এবং ২৪৪ জনের নেগেটিভ ফলাফল এসেছে। পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন অফিসে প্রেরণ করা হয়েছে।
বি.দ্র. পবিত্র ঈদুল আজহা এবং ল্যাবের যন্ত্রপাতি জীবাণু মুক্ত করার জন্য আগামী ১ ও ২ আগস্ট ২০২০ খ্রি. তারিখে জিনোম সেন্টারে নমুনা গ্রহণ ও পরীক্ষা কার্যক্রম স্থগিত থাকবে। ৩ আগস্ট ২০২০ খ্রি. তারিখে যথারীতি নমুনা গ্রহণ ও পরীক্ষা কার্যক্রম শুরু হবে।
ড. শিরিন নিগার, পরীক্ষণ দলের সদস্য ও চেয়ারম্যান, এনএফটি বিভাগ।