
মিরসরাই প্রতিনিধি:
মিরসরাইয়ে পুলিশ, ডাক্তারসহ আরো ৮ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পাঠানো নমূনা পরীক্ষার ফলাফলে আরো ‘আট’ জনের শরীরে নতুন করে করোনা ভাইরাস (কোভিড- ১৯) ‘পজিটিভ’ শনাক্ত হয়েছে।
শনিবার (২০ জুন) চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাব থেকে উল্লেখিত নমূনা পরীক্ষার রিপোর্ট ‘পজিটিভ’ আসার বিষয়টি নিশ্চিত করা হয়।
‘সিভাসু’ ল্যাব থেকে নতুন শনাক্ত হওয়া ০৮ জনের মধ্যে ০৪ জন পুলিশ সদস্য। দুইজন জোরারগঞ্জ থানার বয়স যথাক্রমে ৪৫ ও ২২ বছর এবং দুইজন মীরসরাই থানার বয়স যথাক্রমে ৪২ ও ২৬ বছর। বাকী তিন জন ১৬ নং সাহেরখালী ইউনিয়নের ৩ নং গজারিয়া ওয়ার্ড’র হাসু মুহুরী বাড়ির বাসিন্দা। তারা দুইজন নারী ও একজন শিশু এবং বয়স যথাক্রমে ৩২, ২৭ ও ০৮ বছর। অপর একজন ২৮ বছর বয়সের পুরুষ ও তিনি একজন ডাক্তার এবং তার বাড়ি বারইয়ারহাটে।
আজ সিভাসু ল্যাব থেকে প্রাপ্ত ১০ জনের রিপোর্টের মধ্যে উপরোল্লেখিত ছাড়া অন্য আরো ০২ জনের নমূনা পরীক্ষার রিপোর্ট ‘নেগেটিভ’ আসে।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডা. মিজানুর রহমান বলেন মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি টিম গত ১৫ জুন কয়েকজনের নমূনা সংগ্রহ করার পর আজ ২০ জুন উক্ত রিপোর্টগুলোর ফলাফলে ০৮ জনের ‘পজিটিভ’ শনাক্ত হয়। তাদের চারজন পুলিশ সদস্য, একজন ডাক্তার এবং বাকী দুইজন একই বাড়ির নারী ও একজন শিশু রয়েছে। এবং বর্তমানে সকলে ‘হোম কোয়ারেন্টাইন’ -এ আছেন। তবে ‘করোনা পজিটিভ’ শনাক্ত হওয়ার পর সবাইকে “হোম আইসোলেশন” -এ থাকতে হবে, যদি শারিরীক অবস্থা বেশি খারাপ হয় তাহলে ডাক্তারের পরামর্শ নিতে হবে বলে জানান তিনি।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডা. মিজানুর রহমান জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি টিম গত ১৫ জুন কয়েকজনের নমুনা সংগ্রহ করার পর গতকাল ২০ জুন রাতে ৮ জনের ‘পজিটিভ’ শনাক্ত হয়। তাদের চারজন পুলিশ সদস্য, একজন চিকিৎসক ও বাকী দুইজন একই বাড়ির নারী, একজন শিশু রয়েছে। আক্রান্ত সবাই ‘হোম কোয়ারেন্টাইন’ -এ আছেন। তবে ‘করোনা পজিটিভ’ শনাক্ত হওয়ার পর সবাইকে “হোম আইসোলেশন” -এ থাকতে হবে, যদি শারিরীক অবস্থা বেশি খারাপ হয় তাহলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে বলে জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০