মোস্তাকিম হোসেন,হিলি স্থলবন্দর সংবাদদাতা ঃ
ভারত থেকে করোনা নেগেটিভ সনদ নিয়ে দেশে ফেরার পর পরীক্ষা করে ধরা পড়লো করোনা পজেটিভ রিপোট। ঘটনাটি ঘটেছে হিলি স্থলবন্দরের ইমিগ্রেশনে। নয়ন কুমার (৩৪) নামের যুবক হিলি স্থলবন্দর দিয়ে শুক্রবার (২১ জানুয়ারি) বিকাল ৫ টায় দেশে ফিরলে তার করোনা পরিক্ষা করা হলে পজেটিভ রিপোর্ট পাওয়া যায়।
নযন কুমার নওগাঁ জেলার নিয়ামতপুর থানার চকদেউলা গ্রামের ভবানিচরণের ছেলে। সে মেডিক্যাল ভিসায় বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে চিকিৎসার জন্য যায়। চিকিৎসা শেষে ভারত থেকে করোনার নেগেটিভ সনদ নিয়ে দেশে ফেরেন তিনি। হিলি বন্দরে করোনা পরীক্ষা করে পজেটিভ হিসেবে শনাক্ত হয়েছেন তিনি। তাকে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে রাখা হয়েছে।
হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. হুমায়ুন কবির জানান, হিলি দিয়ে নয়ন নামের এক পাসপোর্ট যাত্রী ভারত থেকে করোনা নেগেটিভ সনদ নিয়ে দেশে ফেরেন। হিলি ইমিগ্রেশনের চেকপোস্টে দায়িত্বরত মেডিক্যাল টিম পরীক্ষা করলে নয়ন কুমারের করোনা শনাক্ত হয়।