বরিশালের বাবুগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস উল্টে হেলপার নিহত ও অন্তত ১০জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার বিকেলে উপজেলার রহমতপুর এলাকায় বরিশাল ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।নিহত হেলপার রেদওয়ান হোসেন (২০) গোপালগঞ্জে মোকছেদপুর এলাকার বাসিন্দা।
তিনি বরিশাল টু মাওয়া রুটে বিএমএফ পরিবহনে কর্মরত ছিলেন।ঘটনাস্থল পরিদর্শন শেষে বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ বিন আলম বরিশালটাইমসকে জানান, যাত্রী নিয়ে বিএমএফ পরিবহনের একটি বাস শহরের নথুল্লাবাদের উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে রহমতপুর এলাকায় বাসটি যানকে ওভারটেক করতে গিয়ে উল্টে সড়কের পাশে খাদে পড়ে। এতে বাসের নিচে চাপা পড়ে হেলপার রেদওয়ান নিহত হওয়ার পাশাপাশি আরও অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।তবে আহতদের মাঝে দুইজনে অবস্থা আশঙ্কাজনক বলে নিশ্চিত করে ওসি আরও জানান, দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা কাজ শুরু করেছেন।’
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০