
বরগুনা প্রতিনিধিঃ
বরগুনার তালতলীতে ফার্মেসী দোকানদার করোনায় ভাইরাসে আক্রান্ত হওয়ায় তিনটি বাড়ি ও ৬জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।
আজ মঙ্গলবার (২জুন)সকালে উপজেলার টিএন্ড টি রোড এলাকায় নির্বাহী অফিসার আসাদুজ্জামানের নেতৃত্বে নৌবাহিনী ও পুলিশের সাথে নিয়ে ওই বাসা সহ আশপাশের তিনটি বাড়ি লকডাউন ঘোষনা করা হয়েছে।
অর্ধ লাখ ছাড়িয়েছে শনাক্ত সংখ্যা, মৃত্যু ৭০৯
হাসপাতাল সূত্রে জানা গেছে,গত ২৯ মে করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে আসে পরে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ল্যাবে পাঠানো হয়। সোমবার রাতে ওই ফার্মেসী দোকানদারের করোনা পজিটিভ রিপোর্ট আসে। আক্রান্ত ব্যক্তি উপজেলা সড়কের একজন ঔষধের দোকানদার ও টি এন্ড টি এলাকার বাসিন্দা।উপজেলায় এখন পর্যন্ত ১৬০ জনের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষা করা হয়।এখন পর্যন্ত এ উপজেলায় দুইজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।
কক্সবাজারে মঙ্গলবার ৬১ জনের রিপোর্ট পজেটিভ , ভিন্ন জেলায় ১ , পুরাতন ৩
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান বলেন এই উপজেলায় মোট দুইজন করোনায় আক্রান্ত।ওই ফার্মেসী দোকানদার বাসা লকডাউন ঘোষনা করে লাল নিশান টানিয়ে দেওয়া হয়েছে। তার সংস্পর্শে আসা সকলকে ১৪দিন হোম কোয়ান্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০