হুমায়ুন কবির
কক্সবাজারের পেকুয়ায় করোনা ভাইরাস (কোভিট-১৯) তৃতীয় ধাপ মোকাবেলার জন্য সু-স্বাস্থ্য নিশ্চিত করতে সচেতনতামূলক মাইকিং ও ফ্রী মাস্ক বিতরণ করেছেন পেকুয়া উপজেলা প্রশাসন।
সোমবার ১৫মার্চ সন্ধ্যা ৬টার সময় উপজেলার প্রাণকেন্দ্র চৌমুহনী ও প্রধান বানিজ্যিক কেন্দ্র পেকুয়া (আলহাজ কবির আহমদ চৌধুরী) বাজারে আগত পথচারী,সাধারণ ক্রেতা বিক্রেতাদের মাঝে সতর্ক মূলক মাইকিং ও ফ্রী মাস্ক বিতরণ করেন করেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোতাছেম বিল্যাহ।
পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোতাছেম বিল্যাহ আজ সন্ধ্যা ৬টার সময় পেকুয়ার বানিজ্যিক কেন্দ্রের একাধিক পয়েন্টে সাধারণ পথচারীদের সতর্ক করে বলেন, আজ থেকে মাস্ক পরিধান করা না হলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেল ও অর্থদন্ড করা হবে। দেশে আবারও করোনা ভয়াবহ রূপ নিচ্ছে। দিন দিন বৃদ্ধি পাচ্ছে কোভিট-১৯ করোনা ভাইরাস। সরকারি নির্দেশনা অনুযায়ী করোনা ভাইরাস মোকাবেলায় আগামী দিন থেকে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে, ঘন ঘন হাত পরিষ্কার ও মাস্ক পরিধান করে কার্য সম্পাদন করতে হবে।অপ্রয়োজনে ঘর থেকে বাহির না হওয়ার জন্য সর্বসাধারণের প্রতি অনুরোধ জানান।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মীকি মারমা ও পেকুয়ার কর্মরত সংবাদকর্মীবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০