

মো.সফিকুল আলম দোলন,প্রতিনিধি,পঞ্চগড় ঃ
পঞ্চগড়ে নতুন করে আরো ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনিবার (১৮ জুলাই) দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা ভাইরাস শনাক্ত হয়।জেলায় একদিনে সর্বোচ্চ করোনা আক্রান্ত রোগী হয়েছে ।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. ফজলুর রহমান। তিনি আরো জানান, আক্রান্তদের মধ্যে পঞ্চগড় সদর উপজেলার ২ জন, বোদা উপজেলার ১০ জন, তেঁতুলিয়া উপজেলার ১ জন এবং দেবীগঞ্জ উপজেলার ৩ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে।তাদের সকলকেই হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে এবং তাদের বাড়ী লকডাউন করা হয়েছে।এ নিয়ে জেলায় করোনা রোগী শনাক্ত হয়েছে মোট ২১১ জন। তাদের মধ্যে সুস্থ্য হয়েছেন ১৩৬ জন রোগী।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০