
মো.সফিকুল আলম দোলন, প্রতিনিধি,পঞ্চগড় ঃ
পঞ্চগড়ে নতুন করে এক দম্পতিসহ আরও ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলার ৫ উপজেলায় মোট করোনা রোগীর শনাক্তের সংখ্যা দাড়িয়েছে ১২২ জনে। শুক্রবার (১৯ জুন) রাতে নতুন করে ওই দম্পতিসহ ৪ জনের করোনা ভাইরাসে শনাক্তের বিষয়টি নিশ্চিত করছেন পঞ্চগড় সিভিল সার্জন ডা: মো: ফজলুর রহমান। ওই দম্পতিসহ ৪ জনের করোনা ভাইরাস শনাক্তের নমুনার রিপোর্ট পজেটিভ পাওয়ার পরপরই শনাক্ত হওয়া দম্পতির বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করেছে প্রশাসন। পঞ্চগড় জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, নতুন করে শনাক্ত হওয়া ওই দম্পতি গত কয়েকদিন আগে গাজীপুর থেকে তারা তাদের শশুর বাড়িতে বেড়াতে আসলে স্বাস্থ্য বিভাগ তাদের হোম কোয়ারেন্টাইনে রেখে ওই বাড়ির সবার নমুনা সংগ্রহ করে এবং বোদা উপজেলায় অন্য আরেক ব্যাক্তির নমুনা সংগ্রহ করে গত ১৫ জুন তাদের সবার নমুনা সংগ্রহ করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে প্রেরণ করা হয়। শুক্রবার (১৯ জুন) রাতে ওই দম্পতিসহ একই পরিবারের ৩ জনসহ মোট ৪ জনের নমুনার রিপোর্ট পজেটিভ আসে। তবে শনাক্ত হওয়া সবাই সুুস্থ্য ও নিজ বাড়িতে আছেন । নতুন করে শনাক্ত হওয় ওই দম্পতিসহ একই পরিবারের ৩ জনের বাড়ি পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের মিঠাপুকুর এলাকায় এবং অন্য এক জনের বাড়ি বোদা উপজেলায় ।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০