

এম এ মোতালিব ভুইঁয়া:
দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত অবস্থায় করোনা আক্রান্ত একজন নার্স ও এলাকার আর চারজন আক্রান্ত রোগীকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের আইসোলেশন সেন্টারে রাখা হয়েছে। শনিবার (৩০ মে) দুপুরে তাদেরকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়।
গত ২৪ মে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পালকাপন গ্রামে ২ জন ও ভিকারগাঁও গ্রামের ১ জনের রিপোর্ট পজিটিভ আসে। তাদেরকে হোম আইসোলেশনে রাখা হয়েছিল। এর পর গত ২৮ মে অপর একজন আক্রান্ত রোগীর ভাই করোনা পজিটিভ রিপোর্ট আসে। পরে নার্স সহ আক্রান্ত পাঁচজনকে স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে ভর্তি করার সিদ্ধান্ত নেয়াহয়। এদিকে শনিবার বিকেলে এ ঘটনায় কমপ্লেক্সের আশপাশ এলাকায় করোনা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এর পূর্বে গত এপ্রিল মাসে উপজেলা মান্নারগাঁও ইউনিয়নে একজন ও পান্ডারগাঁও ইউনিয়ন এলাকায় আরো তিনজনের পজিটিভ রিপোর্ট আসে। তবে বর্তমানে ঐ চারজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
হাসপাতাল সূত্র জানায়, গত এপ্রিল থেকে এখন পর্যন্ত দোয়ারাবাজার উপজেলায় ৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ৫ জনকে হাসপাতালের আইসোলেশন সেন্টারে ভর্তি করা হয়েছে। শনিবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মো.দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০