এম এ মোতালিব ভুঁইয়া :
দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নে পলিরচর গ্রামে তিনজন যুবকের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সোমবার(২৭ এপ্রিল)ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় সুনামগঞ্জের ১১ জনের পজেটিভ রিপোর্ট আসে। এর মধ্যে উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের পলিরচর গ্রামের এই তিন যুবকও রয়েছেন।
স্থানীয় স্বাস্থ্যকর্মী লাল মিয়া জানান, ওই তিন যুবক ঢাকা,নারায়ণগঞ্জ ছিলেন। তারা সেখানে কাজ করতেন। গত ১৫ এপ্রিল তারা বাড়িতে আসেন। কয়েকদিন থেকে করোনা ভাইরাসের উপসর্গ দেখা দিলে তারা নমুনা পরীক্ষা করান।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, আক্রান্তরা বাড়ি আসার পর হোমকোয়ারেন্টাইনে থাকতে বলা হলেও তারা সেটা পুরোপুরি মানেননি। তাদেরকে অবাধে চলাফেরা করতে দেখা গেছে।
এ ব্যাপারে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দেলোয়ার হোসেন সুমন সত্যতা নিশ্চিত করে বলেন,আক্রান্ত তিন যুবক ঢাকা- নারায়নগঞ্জ থেকে দোয়ারাবাজারের পলিরচর গ্রামের বাড়িতে এসেছেন। করোনা রিপোর্ট পজেটিভ হওয়ায় প্রশাসনের সহুযোগিতায় সকালে তিন পরিবারের সদস্যদের লকডাউন করা হবে। তাদের সঙ্গে যারা যারা মেলামেশা করেছেন তাদের সনাক্ত করার কাজ চলছে।
আগামীকাল পান্ডারগাও ইউনিয়ন থেকে ১১জনের নমুনা সংগ্রহ করা হবে। ওই গ্রামে স্বাস্থ্য বিভাগের টিম সার্বক্ষণিক অবস্থান করছেন।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০