

ডিমলা(নীলফামারী)ঃ
নীলফামারীর ডিমলায় এবার করোনা আক্রান্ত হয়েছে একই পরিবারের দুইজন দেবর আর ভাবী।
ডিমলা উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা সারোয়ার আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গত ৮ মে পয্যন্ত উপজেলার মোট ১২৭ জনের নমুনার সংগ্রহের মধ্যে ডিমলা উপজেলার ঝুনাগাছচাপানী ইউনিয়নের চাকলাপাড়া গ্রামের আঃ মালেকের স্ত্রী আয়েশা সিদ্দিকা(২৭) ও আব্দুর রহমানের ছেলে আবু তালেব(২৫) পারিবারিকভাবে তারা দুজনে আপন দেবর ও ভাবী। তারা ঢাকায় পোষাক শ্রমিকের কাজ করত। গত ৫মে ঢাকা থেকে বাড়ীতে এলে ডিমলা হাসপাতাল কতৃপক্ষ তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠায়। পরীক্ষায় দেবর ভাবীর শরীরে করোনাভাইরাস পজেটিভ ধরা পড়লে। শুক্রবার রাতে তাদের দু’জনকেই উদ্ধার করে নীলফামারী সদর হাসপাতালের আইসোলেশন বিভাগে প্রেরন করেন ডিমলা হাসপাতাল কতৃপক্ষ। এ নিয়ে উপজেলায় করোনায় আক্রান্ত মোট ১০জনে দাড়ালো।
ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায় বলেন, করোনায় আক্রান্তদের বাড়ীসহ আশপাশের ২০টি বাড়ী লকডাউন ঘোষনা করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০