রোকনুজ্জামান সবুজ,জামালপুর ঃ
জামালপুরে নতুন করে এক স্বাস্থ্যকর্মীসহ ৬জন আক্রান্ত হয়েছে। বৃহস্পতিবার (০৩জুন) জেলায় মোট ৫১ টি নমুনা
পরীক্ষায় নতুন করে আরো এক স্বাস্থ্যকর্মীসহ ৬জন করোনয় আক্রান্ত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা স্বাস্থ্য বিভাগ।
নতুন আক্রান্ত ৬জনের মধ্যে সদর উপজেলায় ৫জন এবং মাদারগঞ্জ উপজেলায় ১ জন রয়েছে। এ পর্যন্ত জেলায় আক্রান্তের সংখ্যা মোট ২হাজার ২৪০ জন। সুস্থ হয়েছে ২ হাজার ৯৮ জন এবং মারা গেছে মোট ৩৪ জন। বর্তমানে জামালপুরের শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের আরটি পিসিআর ল্যাব এবং রেপিড এ্যান্টিজেন পরীক্ষা সচল রয়েছে বলে নিশ্চিত করেছেন জামালপুরের সিভিল সার্জল
ডা.প্রণয় কান্তি দাস।তিনি জেলাবাসির সামাজিক দুরত্ব বজায় রাখা এবং মাস্ক নিয়মিত পরিধাণের অভ্যাস করার অনুরোধ জানান।