স্টাফ রিপোর্টারঃ
ছাতক থানার ওসি মোস্তফা কামাল করোনায় আক্রান্ত হয়েছেন।
পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণঘাতী সংক্রামক ব্যাধি
করোনাভাইরাসের উপসর্গ থাকায় কিছু দিন ধরে তিনি হোম কোয়ারেন্টিনে ছিলেন বলে জানা যায়।
বুধবার (১৫-জুলাই) সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে তার নমুনা পরীক্ষা করে করোনা পজিটিভ শনাক্ত হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলার কৈতক হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মোজহারুল ইসলাম।
ওসি মোস্তফা কামাল ছাড়াও গত ২৪ ঘন্টায় এ উপজেলায় আরো ৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে ছাতকে ২৯৫ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ২৩৫ জন, সুনামগঞ্জ সিভিল সার্জন অফিসের তথ্যমতে মারা গেছেন ৬ জন।
তবে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ উপজেলার মোট ১০ জন করোনা আক্রান্ত রোগী মারা গেছেন বলে জানা যায়।