

স্টাফ রিপোর্টারঃ
ছাতকে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। জনসচেতনতায় দিনরাত কাজ করছেন প্রশাসন।স্বাস্থ্যবিধি না মেনে যত্রতত্র চলাচল করার কারনেই এখানে আক্রান্তের সংখ্যা ক্রমশ আরো বৃদ্ধি পাওয়ার আশংকা করছে স্বাস্থ্য বিভাগ। পরিস্থিতি নিয়ন্ত্রন করতে মাঠে নেমেছেন উপজেলা নির্বাহী কমকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ গোলাম কবির, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস শীল, ছাতক থানার অফিসার্স ইনচার্জ মোস্তফা কামাল সহ উপজেলা পুলিশ প্রশাসন করোনা মুকাবেলায় ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক কর্মী বৃন্দ। মাস্ক ব্যবহার করাকে বাধ্যতামুলক করতে ইতিমধ্যেই শহরসহ উপজেলার বিভিন্ন এলাকায় অর্ধশতাধিক লোকজনকে জরিমানাও করা হয়েছে। ফার্মেসী ছাড়া নির্ধারিত সময়ের পরে সকল দোকান-পাট বন্ধ রাখতে বলা হয়েছে ব্যবসায়ীদের। এসব বিষয়ে প্রশাসনের এমন উদ্যোগে এতটুকু হলেও স্বস্থির নিঃশ্বাস ফেলছেন শহরবাসী। মঙ্গলবার শহরে এ ব্যাপারে প্রশাসনের ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে। ছাতকে মঙ্গলবার পর্যন্ত নতুন আরো ২১ ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সনাক্ত ২১ জনের মধ্যে ১৫ জনই উপজেলার জাউয়া এলাকার। এ পর্যন্ত ছাতক উপজেলায় ৯৪ ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং মৃত্যুবরণ করেছেন ৩ জন। মোট আক্রান্তের মধ্যে ৪৯ জনই জাউয়া এলাকার বাসিন্দা। সর্বশেষ আক্রান্তদের মধ্যে জাউয়া গ্রামে ১১ জন, রাউলী গ্রামে ৩ জন, খিদ্রাকাপন গ্রামে ১ জন এবং ছাতক পৌর শহরে ৬ জন। কৈতক হাসপাতালে ইনচার্জ ডাঃ মোজাহারুল ইসলামের দেয়া তথ্য থেকে জানা যায়, নমুনা সংগ্রহ করা ৫২ জনের অনুযায়ী আক্রান্তের সংখ্যা ২১। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাজিব চক্রবর্ত্তী করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।##
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০