ডি এইচ মনসুর, চট্টগ্রাম :
চট্টগ্রামের পটিয়ায় স্বাস্থ্যকর্মীর টিকা নিয়ে লন্কা কাণ্ডের রেশ কাটতে না কাটতেই এবার মহানগরীর খুলশী এলাকার একটি বাসায় নিয়ে টিকা দেয়ার ঘটনা ঘটেছে। টিকার জন্য হাহাকারের মধ্যেই খোদ বাসার ভেতর টিকা গ্রহণের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে শেষ পর্যন্ত পুলিশর হাতে আটক হয়েছে এক যুবককে।
গত রোববার মধ্যরাতে মহনগরীর খুলশী থানার জাকির হোসেন রোডের বাই লেইনের একটি অভিজাত বাসা থেকে টিকাগ্রহণকারী পোস্টদাতাকে আটক করা হয় । বিষয়টি নিশ্চিত করেছেন খুলশী থানার ওসি মোহাম্মদ শাহিনুজ্জামান।
এর আগে শনিবার ‘এমডি হাসান’ নামে নামে নিজ ফেসবুক হ্যান্ডেলে টিকা গ্রহণের ছবি পোস্ট করে হাসান লেখেন ‘ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। অশেষ ধন্যবাদ প্রিয় বন্ধু মো. মোবারক আলীকে কোভিড ভ্যাকসিন প্রদানে সহায়তা করার জন্য। আলহামদুল্লিাহ মর্ডানার ১ম ডোজ সম্পন্ন।’
এই বিষয়টি গোয়েন্দা সংস্থা, পুলিশ ও স্বাস্থ্যবিভাগের নজরে আসলে রোববার রাতেই জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়। যদিও হাসান নিজেই রোববার তার আইডি থেকে সেই পোস্ট সরিয়ে নেয়।
পুলিশ জানায়, খুলশীর জাকির হোসেন রোডের বাইলেনে পিএডিএল গার্ডেনিয়া ভবনের বাসিন্দা।
হাসান জানান মোবারক আলী বিভিন্ন সামাজিক কার্যক্রমে যুক্ত থাকার পাশাপাশি রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয়। হাসানের দেওয়া পোস্টে ‘আলী সিটিজি’ নামে এক ব্যক্তিকে ট্যাগ করেন। পুলিশের ধারণা আলী সিটিজি ব্যাক্তিই হয়তো সেই মোবারক আলী। যিনি এই ভ্যাকসিনের যোগান দিয়েছেন।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর রহমান জানান, ‘মো. হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তার জিজ্ঞাসাবাদে এক ব্যাংকারের নাম বলেছে। তাকেও জিজ্ঞাসাবাদ করা হবে। এর সাথে যারাই জড়িত থাকবে, তাদের আটক করা হবে। এ বিষয়ে পরবর্তীতে জানানো হবে।