আব্দুল মুনতাকিন জুয়েল,গাইবান্ধা :
গাইবান্ধায় গত দু’সপ্তাহে করোনাভাইরাসে নতুন করে কেউ আক্রান্ত হয়নি। জেলায় করোনার সংক্রমন আপাতত নিয়ন্ত্রনে রয়েছে। কিন্তু স্বাস্থ্যবিধি না মেনে ঈদ কেনাকাটায় মানুষের ভীড় বাড়িয়ে দিয়েছে নতুন করে সংক্রমণের শঙ্কা।
গত ২৪ ঘন্টায় মঙ্গলবার (১৯ মে) করোনা উপসর্গ নিয়ে নতুন করে ৮৩ জন সহ ৩১০ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এরমধ্যে সুন্দরগঞ্জে ১, গোব্দিন্দগঞ্জে ২১, সদরে ৩৯, ফুলছড়িতে ৯৪, সাঘাটায় ১৪০, পলাশবাড়িতে ৫ এবং সাদুল্লাপুর উপজেলায় ১০ জন। এ নিয়ে জেলায় মোট হোম কোয়ারেন্টাইনের আওতায় এসেছেন ৩ হাজার ৯১৫ জন। গত ২৪ ঘন্টায় ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন শেষে ছাড়পত্র পেয়েছেন ১৯ জন। এ নিয়ে জেলায় কোয়ারেন্টাইন শেষে মোট ৩ হাজার ২৩৬ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। এছাড়া প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ছিলেন ১১৮ জন। বর্তমানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে কেউ নেই। গাইবান্ধা সিভিল সার্জন অফিসের করোনা কন্ট্রোল রুম থেকে এসব তথ্য জানা যায়়।
এদিকে গত দু’সপ্তাহে গাইবান্ধায় নতুন কোনো করোনা রোগী শনাক্ত হননি। করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার পর গাইবান্ধায় সেরে উঠেছেন ২২ জন। করোনা জয় করে সুস্থ হওয়া সবাই গাইবান্ধার বিভিন্ন করোনা আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন ছিলেন। পরপর দুটি টেস্টে তাদের রিপোর্ট নেগেটিভ আসায় তাদের আইসোলেশন থেকে ছাড়পত্র দেয়া হয়। জেলায় মোট ২৪ জন আক্রান্ত ব্যক্তির মধ্যে ১ জন হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছেন এবং তিনি ভালো আছেন। এছাড়া রংপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে আক্রান্ত ১ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধা সিভিল সার্জন ডা. এ.বি.এম আবু হানিফ এ তথ্য নিশ্চিত করেন।