মো: আজিজার রহমান, (খানসামা প্রতিনিধি) দিনাজপুরঃ
দিনাজপুরের খানসামা উপজেলা ৫নং ভাবকী ইউনিয়নের আগ্রা গ্রামের দাসপাড়ার নারায়ন চন্দ্র রায়ের স্ত্রী মিথিলা রানী দাস (২৭) খানসামা উপজেলার প্রথম করোনা রোগী হিসেবে সনাক্ত হয়েছে। বাড়িকে লকডাউন ঘোষণা করেন উপজেলা প্রশাসন। তিনি গত ৯ মে ঢাকা থেকে বাড়িতে আসেন। তিনি ঢাকার একটি শিল্প-কারখানাতে।
করোনা রোগীর চিকিৎসা সংক্রান্ত মেডিকেল টিমের প্রধান ডাঃ ফারুক আহমেদ রিজওয়ান জানান, মিথিলা রানী দাস গত ৯ মে শনিবার ঢাকা থেকে বাসায় আসায় উপজেলা স্বাস্থ্য বিভাগ গতকাল বৃহস্পতিবার তার বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য দিনাজপুর এম. আঃ রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। আজ শুক্রবার তার রির্পোট পজিটিভ আসে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডাঃ শামসুদ্দোহা মুকুল জানান, আক্রান্ত ওই নারীর শরীরে করোনার কোন লক্ষণএখনো দেখা যায়নি। তিনি এখনো সুস্থ আছেন। ১ সপ্তাহ পরে আবারো আকান্ত রোগীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে। এছাড়া ওই বাড়ির আশপাশের সবার নমুনা সংগ্রহ করা হবে। আক্রান্ত ব্যক্তিকে তার বাড়িতে আইসোলেশনে রাখা হয়েছে। তার সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখে চিকিৎসা প্রদান করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল-ইসলাম জানান, কোভিট-১৯ পজিটিভ ফলাফল আসায় ঐ মহিলার বাড়ি লকডাউন করা হয়েছে। তার পরিবারের সদস্য ছাড়াও পুরো এলাকাবাসীকে সর্তক করা হয়েছে। তিনি আরো বলেন যে সংক্রমণ ঠেকাতে উপজেলাবাসীকে সচেতন ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আহব্বান জানান।