
নিজস্ব প্রতিবেদক, কুতুবদিয়াঃ
কক্সবাজারের কুতুবদিয়ায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন দক্ষিণ ধুরুং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুল হোছাইন (৫৫)। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মঙ্গলবার রাত ৯ টায় তিনি মারা যান। তিনি বেশ কিছু দিন ধরে জ্বরে ভোগছিলেন। ওইদিন রাত ১১.৪০ এর দিকে উপজেলা প্রশাসন এর উদ্যোগে তার নমুনা সংগ্রহ করে রাত সাড়ে ৩ টার দিকে মরহুমের জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়।
এদিন উপজেলায় আসাদুজ্জামান (৪০) নামের আরও একজনের করোনা সনাক্ত হয়। তিনি ব্র্যাক এনজিও'র উপজেলার বড়ঘোপ শাখার ত্রাণ প্রকল্পের কর্মকর্তা এবং ঝিনাইদহ জেলার বাসিন্দা বলে জানা গেছে। কর্মস্থলে এসে গত ১০ জুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দিয়ে ছিলেন।
এ নিয়ে গত তিন দিনে ৬ জনের করোনা সনাক্ত হলো কুতুবদিয়ায়।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০