বরিশাল ব্যুরো :
করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বরিশাল রাহাত আনোয়ার হাসপাতালের চেয়ারম্যান ডা: আনোয়ার হোসেন মারা গিয়েছেন।
মঙ্গলবার (৯ জুন) রাত ৩টায় রাজধানীর বাড্ডা এলাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এমন তথ্য নিশ্চিত করেছেন তার বড় ছেলে রাহাত আনোয়ার।
এর আগে সোমবার (৮ জুন) ডা. আনোয়ারের শ্বাস কষ্ট শুরু হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় এয়ার এম্বুলেন্সে ঢাকায় নিয়ে যাওয়া হয়।
ঢাকায় বিভিন্ন হাসপাতাল ঘুরে আইসিইউ বেড খালি না থাকায় এ্যাপোলো হাসপাতালে সাময়িক চিকিৎসা দেয়া হয়। পরে বাড্ডার এ এম জেড হাসপাতালের আইসিউতে রাখা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ডাঃ আনোয়ার সার্জারি ও অর্থপেডিকস এর চিকিৎসক হিসেবে নিজ হাসপাতালেই কর্মরত ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক কন্যা সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।