
নিজস্ব প্রতিবেদকঃ
ঢাকা শহরে করোনায় আক্রান্ত হয়ে মৃতের লাশ দাফনের ঘোষণা দিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের উপ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং মানবিক ছাত্রনেতা এস এম মাহবুবুর রহমান সালেহী। এদিকে দেশে প্রতিদিনই করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। সংক্রমণের শঙ্কায় অনেক মৃতদেহ সৎকার বা দাফনে অস্বীকৃতি জানায় আত্মীয় স্বজন। ফলে ঘণ্টার পর ঘণ্টা পড়ে থাকে ওই মৃতদেহ। এমন পরিস্থিতিতে এগিয়ে আসার ঘোষণা দেন তিনি।
এস এম মাহবুবুর রহমান সালেহী বলেন, এই দুর্যোগকালীন সময়ে প্রায়শই দেখছি, ‘করোনা আক্রান্ত হয়ে কেউ মারা গেলে মৃত ব্যক্তির জানাজা ও দাফন সম্পন্ন নিয়ে বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে। আত্মীয় পাড়াপ্রতিবেশি দূরে থাক, অনেক ক্ষেত্রে পরিবারের একদম আপনজনও আক্রান্ত হবার ভয়ে মৃত ব্যক্তির সংস্পর্শে আসছেন না।
তিনি আরও বলেন, এই ধরনের সংবাদ, তাদের জন্য অত্যন্ত লজ্জার এবং আমাদের জন্য হতাশার, যারা সংক্রমণের ভয়ে মৃত ব্যক্তির একান্ত আপনজন হয়েও দাফন-জানাজা কিংবা শেষকৃত্যে অংশ নিচ্ছেন না! বিভিন্ন সূত্রে এটা ইতিমধ্যেই নিশ্চিত হওয়া গেছে, মৃতব্যক্তির শরীরে করোনা ভাইরাস দীর্ঘ সময় থাকে না।
এবার করোনায় মৃতের লাশ দাফনের দায়িত্ব নিবেন জানিয়ে তিনি বলেন, ঢাকা শহরের মধ্যে‘এমন পরিস্থিতি উদ্ভব হলে বা কেউ এমন কোন মৃত্যু ব্যক্তির খবর পেলে নির্দ্বিধায় আমার সাথে যোগাযোগ (ফোন কল, এসএমএস/ ইনবক্স) করবেন। ঢাকার মধ্যে হলে আমি সশরীর উপস্থিত হয়ে জানাজা ও দাফন সম্পন্ন করবো, ইনশা-আল্লাহ।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০