নিজস্ব প্রতিবেদক :
ঢাকা থেকে প্রকাশিত দৈনিক আলোর জগত পত্রিকার চীফ রিপোর্টার আবু মোহাম্মদ মইনুল আহসানের বড় বোনের স্বামী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্সস এন্ড ফরেস্ট্রি ডিপার্টমেন্ট এর ডেপুটি রেজিস্ট্রার- মোহাম্মদ বদিউল আলম করোনায় আক্রান্ত হয়ে একটি বেসরকারি ক্লিনিকে(মেরিন সিটি হাসপাতাল) সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে ইন্তেকাল করেছেন।( ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন মহল শোকের ছায়া নেমে আসে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের ডেপুটি রেজিস্টার মোহাম্মদ বদিউল আলমের মৃত্যুতে বিভিন্ন মহল শোক প্রকাশ করেন।
ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ বদিউল আলমের মৃত্যুতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
উপাচার্য মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।
মাননীয় উপাচার্য এক শোক বাণীতে বলেন, মোহাম্মদ বদিউল আলম অত্যন্ত ভদ্র, অমায়িক, মার্জিত, সদা হাস্যোজ্জ্বল কর্তব্যপরায়ণ একজন মানুষ ছিলেন। তাঁর অকাল মৃত্যুতে যে অপূরনীয় ক্ষতি হয়েছে তা পূরণ হবার নয়।