
চট্টগ্রাম প্রতিনিধি
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের ৩০ নং পূর্ব মাদারবাড়ি ওয়ার্ড কাউন্সিলর মাজহারুল ইসলাম চৌধুরী মৃত্যুবরণ করেছেন। (ইন্না লিল্লাহে--------রাজেউন)মঙ্গলবার রাত ৯টায় ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
গত ৮-১০ দিন আগে অসুস্থ হয়ে পড়লে কাউন্সিলর মাজহারুল ইসলাম চৌধুরীকে চট্টগ্রামের পার্ক ভিউ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় করোনা উপসর্গ দেখা দিলে তার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় করোনা পজেটিভ এলে তাকে ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় কাউন্সিলর মাজহারুল ইসলাম শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জানা যায়, তিনি করোনা ভাইরাস প্রতিরোধে এলাকাবাসীর স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ন ভুমিকা রেখেছেন।
তাঁর মৃত্যুতে চট্টগ্রাম সিটি আর্ত মানবতার সেবায় নিবেদিত একজন মানবপ্রেমিককে হারালো।
তার মৃত্যুতে সর্বত্রে শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০