আবির মাহমুদ খবির,স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশের অভ্যন্তরে করোনা রোগী সনাক্ত প্রথম হটস্পট মাদারীপুর। অথচ সেখানেই নেই করোনা ভাইরাসের সনাক্তকরণ কোন ব্যবস্থা। নেই কোন ল্যাব, কোয়ারেন্টাইন কিংবা আইসোলেশনের সুব্যবস্থা যা রীতিমতো আতংকের বিষয়। কোন উপসর্গ দেখা দিলে রোগীদের নমুনা পরীক্ষার জন্য দেওয়া হলে তার ফলাফল পেতে পোহাতে হয় চরম উৎকন্ঠা আর ভোগান্তি। ঢাকা থেকে রিপোর্ট হাতে পৌঁছাতে সময় লেগে যাচ্ছে কমপক্ষে ৩/৫ দিন। ফলে সংক্রমণ ছড়িয়ে বেড়াচ্ছেন একজন করোনা পজেটিভ রোগী। করোনা পজেটিভ রোগীকে সনাক্ত পূর্বক আলাদা রেখে কোয়ারেন্টাইন/ চিকিৎসা সেবা না দিতে পারলে মাদারিপুর চলে যেতে পারে প্রানহানীর শীর্ষে।
এমতাবস্থায় মাদারীপুরের জনপ্রিয় ” দুরন্ত মাদারীপুর” নামক অনলাইন গ্রুপে জরুরি ভিত্তিতে করোনা টেস্টের ল্যাব স্থাপন করার দাবী জানিয়েছেন মাদারীপুরের সর্বস্তরের জনগন। এবং তারা উক্ত ল্যাবের ব্যাপারে জেলা প্রশাসক,পুলিশ সুপার, সিভিল সার্জন সহ উচ্চ পদস্ত সংশ্লিষ্টদের যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য জোর দাবি জানিয়েছে।