মাদারীপুর প্রতিনিধি – সৌরভ
আগামী ৭ আগস্ট, ২০২১ রোজ শনিবার থেকে বাংলাদেশের সকল ইউনিয়নে একযোগে করোনার টিকা দেওয়া শুরু হবে।
প্রতিটি ইউনিয়নে ৩টি করে সেন্টারে সপ্তাহে ৪ দিন টিকা দেওয়া হবে। বর্তমানে ২৫ বছরের উপরে সকলের জন্য করোনা টিকার জন্য নিবন্ধন খুলে দেওয়া হয়েছে। যা আগামী ৮ আগস্ট থেকে ১৮ বা আর বেশি বয়সীদের জন্য খুলে দেওয়া হবে।
**এখন প্রশ্ন হচ্ছে যাদের বয়স ১৮ হয়েছে, কিন্তু জাতীয় পরিচয়পত্র নেই তারা কিভাবে টিকা দিবেন??
– তাদের ক্ষেত্রে জন্ম নিবন্ধন কার্ড বা সংশ্লিস্ট ইউনিয়নের চেয়ারম্যান বা মেম্বারের প্রত্যয়নপত্র দেখিয়ে এই টিকা দিতে পারবেন।
**যাদের ডায়াবেটিস, হাইপারটেনশন(প্রেসার) বা শ্বাস কষ্ট আছে, তারা কি দিতে পারবেন কিনা??
– হ্যাঁ তারাও দিতে পারবেন। তবে যাদের ডায়াবেটিস বা হাইপারটেনশন বা শ্বাস কষ্ট আছে, তারা আগে রেজিস্ট্রারড চিকিৎসকের পরামর্শ নিবেন। ডায়বেটিস, হাইপারটেনশন ও শ্বাস কষ্ট নিয়ন্ত্রণে থাকা বাঞ্চনীয়।
**যাদের জ্বর – সর্দি- কাশি আছে, তারা কি দিতে পারবেন??
– এইসব ক্ষেত্রে পূর্ণ সুস্থ হয়ে তারপর টিকা গ্রহণ করতে হবে।
**করোনা পজিটিভ হবার কতদিন পর টিকা দেওয়া যাবে??
– করোনা পজিটিভ রিপোর্ট পাবার কমপক্ষে ৪৫ দিন পর বা করোনা নেগেটিভ হবার কমপক্ষে ২৮ দিন পর টিকা দেওয়া যেতে পারে।
**করোনা টিকা দেওয়ার পর কি আক্রান্ত হবার সম্ভাবনা আছে কিনা??
– করোনার ২ ডোজ টিকা নেওয়ার পরও আক্রান্ত হতে পারেন। তবে সেক্ষেত্রে এর ভয়াবহতা কম দেখা গিয়েছে। এজন্য টিকা দিয়ে অসচেতন হলে চলবে না। সর্বক্ষেত্রে মাস্ক পড়া জরুরি।
করোনা থেকে রক্ষা পাবার উপায় হল, মাস্ক ব্যবহার করা, নিয়মিত হাত ধোঁয়া, জন-সমাগম এড়িয়ে চলা এবং সামাজিক দূরত্ব বজায় রাখা।