নুরুল আমিন, সীতাকুন্ড, (চট্টগ্রাম) প্রতিনিধি ।
করোনাক্রান্ত হয়ে মারা গেলেন সীতাকুণ্ড পৌর আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহ আলম (৪৮)।
শনিবার (১৩ জুন) রাত ১১ টায় নগরীর আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত শাহ আলমের ভাইয়ের ছেলে আশরাফ শোভন জানান, গত বৃহস্পতিবার শ্বাসকষ্ট নিয়ে মোহাম্মদ শাহ আলম ফৌজদারহাটস্থ বিআইটিআইডি হাসপাতালে ভর্তি হন। শনিবার তার করোনা পজিটিভ রির্পোট আসে। সেখানে শ্বাস কষ্ট বেড়ে যাওয়ায় শনিবার তাঁকে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে বিকালে নগরীর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
শোভন অভিযোগ করে বলেন, বিকাল থেকে আমার চাচার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ার পর ডাক্তারদেরকে অনেক অনুরোধ করেছি অক্সিজেন দেওয়ার জন্য। সেখানে একটা অক্সিজেনের বোতল নিয়ে অন্তত ৭/৮ জন রোগী টানাটানি করেন। শেষমেশ রাত ১১ টার দিকে অক্সিজেনের অভাবে আমার চাচার মৃত্যু হয়।
শোভন আরও বলেন, জেনালের হাসপাতালে নেওয়ার পর সেখানে চরম অবহেলার স্বীকার হয়। কোন ডাক্তার ভালো করে রোগীকে দেখেন না।
শাহ আলম পৌরসদরের মৃত ইসমাইল মিস্ত্রির কনিষ্ঠ পুত্র।
ইঞ্জিনিয়ার শাহ আলমের মৃত্যুতে শোক জানিয়েছেন, চট্টগ্রাম-৪ আসনের মাননীয় সংসদ সদস্য দিদারুল আলম, উপজেলা চেয়ারম্যান এস.এম আল মামুন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল্লাহ আল বাকের ভূইয়া, পৌর মেয়র মুক্তিযোদ্ধা বদিউল আলম, জেলা পরিষদের সদস্য আ ম ম দিলসাদ, সীতাকুণ্ড নাগরিক অধিকার সংরক্ষণ পরিষদের আহবায়ক ড.ফসিউল আলম ও সদস্য সচিব লায়ন মোঃ গিয়াস উদ্দিনসহ সীতাকুন্ডের সর্বস্তরের মানুষ উনার মৃত্যুতে গভীরভাবে শোকাহত।