
আবু নাসের ইরফান,কক্সবাজার :
করােনা আক্রান্ত কক্সবাজারের স্বনামধন্য পর্যটন ব্যবসায়ী আবু সায়েম ডালিম(৪৩)মারা গেছেন( ইন্নালিল্লাহি - রাজেউন ) ।
আজ শুক্রবার ( ৫ জনু ) সন্ধ্যা পৌনে ৬ টার দিকে উখিয়া আইসােলেশন সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান ।
আবু সায়েম ডালিম বাহারছড়ার মৃত জয়নাল আবেদীনের পুত্র । তার স্ত্রী , দুই ছেলে ও এক মেয়ে রয়েছে ।
আবু সায়েম ডালিম ঈদের দিন(২৫মে) থেকে জ্বর,কাশি ও সর্দিতে আক্রান্ত হন । চিকিৎসকের পরামর্শে বাসায় থেকে চারদিন পর্যন্ত ওষুধ সেবন করেন । ওষুধ সেবন করা পরও ১০৩/১০৪/১০৫ জ্বর উঠানামা করে । জ্বর না কমায় ৩০ মে করােনার পরীক্ষা নমুনা দেন । ২ জুন তার করােনা পজেটিভ রিপাের্টে আসে। তাই তাঁকে উখিয়ায় অবস্থিত করােনা ডেডিকেটেড আইসােলেশন ভর্তি করা হয় । সেখানে তিন চিকিৎসা চলার পরও অবস্থার আরাে অবনতি হয়। তাই উন্নত চিকিৎসার জন্য উখিয়া হতে ঢাকা নিয়ে যাবার প্রস্তুতিকালে উখিয়া আইসোলেশন সেন্টারে ICU তে মৃত্যু বরণ করেন।তিনি কক্সবাজার পৌরসভার ১১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ছিলেন।
উল্লেখ্য, আজ শুক্রবার মরহুম এর পিতার মৃত্যু দিবস ছিলো। শহরের পরিচিত মুখ ডালিম এর মৃত্যুে সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে। ডালিমের পিতাও আজকের এই দিনে মারা গিয়েছিলেন। বাবার মৃত্যু দিবসে ছেলে আবু শাহাদাৎ মোহাম্মদ সায়েম ডালিমের মৃত্যু। আবু সায়েম ডালিম একজন বড়মাপের পর্যটন ব্যবসায়ী ছিলেন । কক্সবাজারের পর্যটন সমৃদ্ধ করা নানা খাতে তিনি জড়িত ছিলেন ।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০