
কমলনগর(লক্ষ্মীপুর) প্রতিনিধি :
করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় লক্ষ্মীপুরের কমলনগর উপজেলাকে সম্পূর্ণরুপে লকডাউন ঘোষনা করা হয়েছে। শনিবার দুপুরে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোবারক হোসেনের স্বাক্ষরিত এ বিষয়ে এক গণ বিজ্ঞপ্তি জারি করা হয় । বিজ্ঞপ্তিতে জানানো হয় আগামী সোমবার (১৫জুন) সকাল ছয়টা থেকে ৩০জুন রাত ১২টা পর্যন্ত কমলনগর উপজেলাকে সম্পূর্ণ লকডাউন ঘোষনা করা হয়েছে।এ সময় ঔষুধের ফার্মেসী ব্যাতিত সব ধরনের ব্যাবসায়িক প্রতিষ্ঠান বন্ধ থাকার পাশাপাশি সকল ধরনের যানবাহন চলাচলও বন্ধ থাকবে।
কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোবারক হোসেন জানান, করোনাভাইরাসের সংক্রমন ঠেকাতে শনিবার করোনা প্রতিরোধ কমিটির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। সভার সিদ্ধান্ত মোতাবেক আগামী সোমবার (১৫জুন) সকাল ৬টা থেকে ৩০জুন রাত ১২টা পর্যন্ত এ উপজেলাকে সম্পূর্ণরুপে লকডাউন ঘোষনা করা হয়েছে। এ সময় উপজেলায় ফার্মেসি ছাড়া সকল ধরনের দোকানপাট বন্ধ রাখার পাশাপাশি এম্বুলেন্স ছাড়া সব ধরনের যান চলাচলে সম্পূর্ণরুপে বন্ধ এবং উপজেলায় প্রবেশ বাহিরও নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া জরুরী প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের না হতে নিষেধ করা হয়েছে।
প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমন ঠেকাতে লকডাউন বাস্তবায়নে সকলের প্রতি আহবান জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০