জাহেদ হাসান :
বুধবার (৬ মে) করোনা শনাক্ত হওয়া কক্সবাজার সদর উপজেলার রোগী ঝিলংজা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মধ্যম মোক্তারকুল গ্রামের বাসিন্দা। মোক্তারকুল মসজিদের সামনে তার একটি মুদির দোকান রয়েছে। তার বয়স ৫৫ বছর।
ঝিলংজা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার মোঃ নাছির উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, সন্ধ্যা পৌণে ৭টার দিকে কক্সবাজার সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার মোক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলী এহসান, ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতানসহ পুলিশ গিয়ে করোনাভাইরাস আক্রান্ত রোগীর বাড়ি ও দোকান লকডাউন (Lockdown) করে লাল পতাকা টানিয়ে দিয়েছেন।
ওই করোনা রোগীকে রামু ডেডিকেটেড আইসোলেশন হাসপাতালে চিকিৎসা সেবা দেয়া হবে বলে সংশ্লিষ্ট সুত্র।