
এম ইউ বাহাদুর ,কক্সবাজার:
কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে শুক্রবার ১৯ জুন ১৫০ জনের একদিনের সর্বাধিক সংখ্যক করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পক্ষিা করা হয়েছে ৬৭৯ জনের।
পজিটিভ হওয়া ১৫০ জনের মধ্যে নতুন শনাক্ত হয়েছে ১৪৪ জন । বাকি ৬ জন ফলোআপ রোগী।
তারমধ্যে কক্সবাজার জেলায় ১১৭ জন, ভিন্ন জেলায় ২৭ জনের টেস্ট রিপোর্ট ‘পজেটিভ পাওয়া গেছে। বাকি ৫২৯ জনের স্যাম্পল টেস্টের রিপোর্ট ‘নেগেটিভ’ পাওয়া যায়।
‘পজেটিভ’ রিপোর্ট পাওয়া কক্সবাজার জেলার ১১৭ জন করোনা রোগীর মধ্যে কক্সবাজার সদর উপজেলায় সদর-৭২ জন , রামু উপজেলায় -১৪ জন , টেকনাফ উপজেলায়-৬ জন , উখিয়া উপজেলায়-৫ জন, চকরিয়া উপজেলায়- ৮জন , মহেশখালী উপেজেলায় -২ জন , পেকুয়া উপজেলায়-৬ জন , কুতুবদিয়া উপজেলায়-৩ জন ।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০