
আবু নাসের ইরফান, কক্সবাজার :
কক্সবাজার পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের ৫ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
শনিবার (৩০মে) সন্ধ্যায় কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাব থেকে মেয়র মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের ৫ সদস্যের শরীরের স্যাম্পল টেস্টের রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া যায়। কক্সবাজার জেলা স্বাস্থ্য বিভাগ এতথ্য নিশ্চিত করেছেন।
মেয়র মুজিবুর রহমানসহ অন্যান্যরা গত ২৯মে কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে তাঁদের শরীরের স্যাম্পল টেস্ট করতে দিয়েছিলেন।
দোয়া চেয়েছেন মেয়র মুজিবুর রহমান :
করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান ও তাঁর পরিবারের আরো ৪ সদস্যের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন তিনি।
মেয়র মুজিব বলেন, জনগনের সেবা করতে গিয়ে আমি এবং আমার পরিবারের সদস্যরা আজ সকরোনা ভাইরাসে সংক্রামিত হয়েছি।
দেশবাসীর নিকট দোয়া চাই যেন সুস্থ হয়ে আবার জনগনের মাঝে ফিরে আসতে পারি।।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০