
আবু নাসের ইরফান, কক্সবাজার :
মাত্রাতিরিক্ত হারে বৃদ্ধি পাচ্ছে করোনা ভাইরাসের সংখ্যা। করোনা ভাইরাসের মরণচোবলে ধাবিয়ে বেড়াচ্ছে সারা বিশ্ব। যার মধ্যে বাদ পরেনি বাংলাদেশের কক্সবাজারও। অদৃশ্য এই করোনা ভাইরাসের প্রভাবে কক্সবাজারে বেড়ে চলেছে করােনা রােগির সংখ্যা । জেলার প্রতিটি উপজেলায়ও সমানতালে করোনা রােগির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। কিন্তু এখনাে তেমন করে কোন রকমের সংক্রমিত হয়নি দ্বীপ উপজেলা কুতুবদিয়া ।
গত ১৮ জুন কক্সবাজার জেলা প্রশাসনের দেয়া করােনা ভাইরাস সংক্রমণ ম্যাপিং তথ্যানুযায়ী শীর্ষে রয়েছে সদর উপজেলা ও ২য় স্থানে চকরিয়া উপজেলা। গত ১৮ জুন পর্যন্ত কক্সবাজার জেলায় মােট ১ হাজার ৮৪৯ জন লােক করােনা আক্রান্ত হয়েছেন এবং আক্রান্ত হওয়া করোনা রোগির মধ্যেই সুস্থ হয়েছেন ৫০৪ জন আর মৃত্যুবরণ করেছেন ২৯।
আক্রান্ত আর মৃত্যুর দিক দিয়ে শীর্ষ স্থানে রয়েছে কক্সবাজার সদর উপজেলা । সদর উপজেলায় মােট আক্রান্ত ৮৩৬ জন আর মৃত্যুবরণ করেছেন ১৭ জন , সুস্থ হয়েছেন ১২৪ জন । দ্বিতীয় স্থানে থাকা চকরিয়া উপজেলায় আক্রান্ত মােট ২৭৬, মৃত্যুবরণ করেছেন ৩ জন সুস্থ হয়েছেন ১৩৪ জন । তৃতীয় স্থানে থাকা উখিয়া উপজেলায় আক্রান্তের সংখ্যা ২৬১, মৃত্যুবরণ করেছেন ৩ জনের , সুস্থ হয়েছেন ৬৮জন । চতুর্থ স্থানে থাকা টেকনাফ উপজেলায় আক্রান্তের সংখ্যা ১৬৩, মৃত্যুবরণ করেছেন ৩ জন সুস্থ হয়েছেন ৪৬ জন । পঞ্চম স্থানে থাকা রামু উপজেলায় আক্রান্তের সংখ্যা ১৫০ জন মৃত্যুবরণ করেছেন ১ জন সুস্থ হয়েছেন ৩৮ জন । ৬ষ্ট স্থানে থাকা পেকুয়া উপজেলা আক্রান্ত হয়েছেন ৮২ জন, কোন মানুষ মৃত্যুবরণ করেনি বরং সুস্থ হয়েছেন ৫০ জন । সপ্তম স্থানে থাকা মহেশখালী উপজেলায় মােট আক্রান্ত ৭০ জন , সুস্থ হয়েছেন ৪১ জন এবং মৃত্যুবরণ করেছেন ১ জন। সর্বশেষ অবস্থানে থাকা কুতুবদিয়া উপজেলায় আক্রান্ত হয়েছেন ১১ জন সুস্থ হয়েছেন ৩ জন এবং মৃত্যুবরণ করেছেন ১ জন
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০