
আবু নাসের ইরফান, কক্সবাজার :
মাত্রাতিরিক্ত হারে বৃদ্ধি পাচ্ছে কক্সবাজার জেলায় করোনা রোগীর সংখ্যা। সােমবার ২৫ মে মেডিকেল কলেজের ল্যাবে ৯০ জনের স্যাম্পল টেস্টের মধ্যে ২৫ জনের রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া গেছে। বাকি ৬৯ জনের রিপাের্ট নেগেটিভ।
করোনায় শনাক্ত হয়া রোগীদের মধ্যে কক্সবাজার সদর ৭ , চকরিয়া ৮ , কুতুবদিয়া ১ , মহেশখালী ১ , উখিয়া ২ , বান্দরবান ২ এবং রােহিঙ্গা ৪ জন ।
তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার মেডিকেল কলেজের সহকারি অধ্যাপক ( ট্রপিক্যাল মেডিসিন ও সংক্রামক রােগ বিশেষজ্ঞ ) ডাঃ মােহাম্মদ শাহজাহান নাজির ।
কক্সবাজার জেলায় ২৫ মে পর্যন্ত করােনা আক্রান্ত রােগীর সংখ্যা ৩৫২ জন । করােনা আক্রান্ত হওয়া রােহিঙ্গা শরনার্থী ২৯ জন সহ মােট করােনা রােগী ৩৮১ জন ।
এরমধ্যে চকরিয়া উপজেলায় ১৩১ জন কক্সবাজার সদর উপজেলায় ১১৮ জন , পেকুয়া উপজেলায় ৩৯ জন , মহেশখালী উপজেলায় ২৯ জন , উখিয়া উপজেলায় ৪৭ জন , টেকনাফ উপজেলায় ১৫ জন , রামু উপজেলায় ৮ জন , কুতুবদিয়া উপজেলায় ৩ জন এবং রােহিঙ্গা শরনার্থী ২৯ জন । কক্সবাজার জেলায় ইতিমধ্যে একজন মহিলা সহ মৃত্যুবরণ করেছেন ৪ জন করােনা রােগী । মােট ৬৪ জন করােনা রােগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০