
আবু নাসের ইরফান, কক্সবাজার :
মাত্রাতিরিক্ত হারে বৃদ্ধি পাচ্ছে কক্সবাজার জেলায় করোনা রোগীর সংখ্যা। শনিবার ২৩ মে মেডিকেল কলেজের ল্যাবে ৩৫৮ জনের স্যাম্পল টেস্টের মধ্যে ৩৯ জনের রিপাের্ট পজেটিভ ' পাওয়া গেছে । তারমধ্যে ৩৩ জন কক্সবাজার জেলার নাগরিক। বাকীরা কক্সবাজার জেলার বাইরের নাগরিক ।বাকী ১২০ জনের রিপাের্ট নেগেটিভ পাওয়া যায় ।
তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা স্বাস্থ্য বিভাগের একজন দায়িত্বশীল কর্মকর্তা।
এনিয়ে কক্সবাজার জেলায় শনিবার ২৩ মে পর্যন্ত করােনা আক্রান্ত রােগীর সংখ্যা হলাে ৩২৭ জন । রােহিঙ্গা শরনার্থী ২১ জন সহ মােট করােনা রােগী ৩৪৮ জন ।
কক্সবাজার জেলায় ইতিমধ্যে একজন মহিলা সহ মৃত্যুবরণ করেছেন ৪ জন করােনা রােগী ।
মােট ৬০ জন করােনা রােগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০