
আবু নাসের ইরফান, কক্সবাজার :
মাত্রাতিরিক্ত হারে বৃদ্ধি পাচ্ছে কক্সবাজার জেলায় করোনা রোগীর সংখ্যা। রোববার ২৪ মে মেডিকেল কলেজের ল্যাবে ১৮১জনের স্যাম্পল টেস্টের মধ্যে ৪৯ জনের রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া গেছে। তারমধ্যে ৪৩ জন কক্সবাজার জেলার নাগরিক। বাকী ৬জন করোনা আক্রান্তের মধ্যে রোহিঙ্গা শরনার্থী ৪ জন এবং নাইক্ষ্যংছড়ি উপজেলার ২ জন। এছাড়া আগে আক্রান্ত হওয়া ১৯ জন করোনা ভাইরাস রোগীর ফলোআপ রিপোর্টও ‘পজেটিভ’ পাওয়া যায়। বাকী ১১৪ জনের রিপোর্ট ‘নেগেটিভ’ পাওয়া যায়।
তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া ।
এনিয়ে কক্সবাজার জেলায় রোববার ২৪ মে পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা হলো ৩৩৩ জন। করোনা আক্রান্ত হওয়া রোহিঙ্গা শরনার্থী ২৫ জন সহ মোট করোনা রোগী ৩৫৮ জন।
রোববার ২৪ মে ‘পজেটিভ’ রিপোর্ট পাওয়া ৩৩ জন করোনা রোগীর মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ১১ জন, চকরিয়া উপজেলায় ১৮ জন, পেকুয়া উপজেলায় ৭ জন, উখিয়া উপজেলায় ৩ জন ও টেকনাফ উপজেলায় ৪ জন। নাইক্ষ্যংছড়ি উপজেলার ২ জন । এছাড়া একইদিন ২য় দফায় রোহিঙ্গা শরনার্থীর স্যাম্পল টেস্ট করে ৪ জন রোহিঙ্গা করোনা রোগী সনাক্ত করা হয়।
তাছাড়া, আগে থেকেই করোনা আক্রান্ত হওয়া রোগীর ফলোআপ টেস্ট রিপোর্টে চকরিয়া উপজেলায় ১২ জন, উখিয়া উপজেলায় ৬ জন এবং রোহিঙ্গা শরনার্থী ১ জনের রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া যায়।
এরমধ্যে চকরিয়া উপজেলায় ১২৩ জন, কক্সবাজার সদর উপজেলায় ১১১ জন, পেকুয়া উপজেলায় ৩৯ জন, মহেশখালী উপজেলায় ২৭ জন, উখিয়া উপজেলায় ৪৫ জন, টেকনাফ উপজেলায় ১৫ জন, রামু উপজেলায় ৮ জন, কুতুবদিয়া উপজেলায় ২ জন এবং রোহিঙ্গা শরনার্থী ২৫ জন।
কক্সবাজার জেলায় ইতিমধ্যে একজন মহিলা সহ মৃত্যুবরণ করেছেন ৪জন করোনা রোগী। মোট ৬২ জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০