
আবু নাসের ইরফান,কক্সবাজার :
মাত্রাতিরিক্ত হারে বৃদ্ধি পাচ্ছে করোনা ভাইরাসের সংখ্যা। করোনা ভাইরাসের মরণচোবলে ধাবিয়ে বেড়াচ্ছে সারা বিশ্ব। যার মধ্যে বাদ পরেনি বাংলাদেশের কক্সবাজারও। রােববার ১২ জুলাই কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ৩৩৭ জনের স্যাম্পল টেস্টের মধ্যে মােট ৪০ জনের রিপাের্ট পজেটিভ ' পাওয়া যায় । তারমধ্যে কক্সবাজার জেলায় ২৫ জন , বান্দরবান জেলায় ১১ জন , চট্টগ্রামের লােহাগাড়া উপজেলায় ১ জন ও ২ জন রােহিঙ্গা শরনার্থী ও একজন পুরাতন করােনা রােগীর ফলােআপ টেস্ট রিপাের্ট ' পজেটিভ ' পাওয়া গেছে ।
বাকী ২৯৭ জনের স্যাম্পল টেস্টের রিপাের্ট নেগেটিভ পাওয়া যায় ।
তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা . অনুপম বড়ুয়া ।
রােববার ১২ জুলাই ' পজেটিভ ' রিপাের্ট পাওয়া কক্সবাজার জেলার ২৫ জন করােনা রােগীর মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ১৫ জন , রামু উপজেলায় ২ জন , উখিয়া উপজেলায় ৩ জন , টেকনাফ উপজেলায় ৪ জন ও কুতুবদিয়া উপজেলায় ১ জন করােনা রােগী সনাক্ত করা হয় ।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০