
আবু নাসের ইরফান,কক্সবাজার :
কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে বৃহস্পতিবার ১৪ মে ১৮৬ জনের স্যাম্পল টেস্টের মধ্যে ১২ জনের রিপাের্ট পজেটিভ ' পাওয়া গেছে । এছাড়া ৫ জন পুরাতন করােনা রােগীর ফলােআপ রিপাের্ট পজেটিভ ' পাওয়া যায় । বাকী ১৬৯ জনের রিপাের্ট নেগেটিভ ' পাওয়া যায় ।
কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা . অনুপম বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন ।
বৃহস্পতিবার ১৪ মে পজেটিভ রিপাের্ট পাওয়া ১২ জন করােনা রােগীর মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ৯ জন , চকরিয়া উপজেলায় ১ জন এবং রােহিঙ্গা শরনার্থী ২ জন । এনিয়ে কক্সবাজার জেলায় বৃহস্পতিবার ১৪ মে পর্যন্ত করােনা আক্রান্ত রােগীর সংখ্যা হলাে ১৩২ জন ।
এরমধ্যে চকরিয়া উপজেলায় ৩৭ জন , কক্সবাজার সদর উপজেলায় ৩৫ জন , পেকুয়া উপজেলায় ২০ জন , মহেশখালী উপজেলায় ১২ জন , উখিয়া উপজেলায় ১৪ জন , টেকনাফ উপজেলায় ৭ জন , রামু উপজেলায় ৪ জন এবং রােহিঙ্গা শরনার্থী ২ জন । আজই প্রথম ২ জন রােহিঙ্গা শরনার্থী করােনা ভাইরাস জীবাণু সনাক্ত করা হলাে । কুতুবদিয়া উপজেলায় এখনাে কোন করােনা রােগী সনাক্ত করা হয়নি ।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০