

হুমায়ুন কবির,পেকুয়া থেকে--
০৭ মে (বৃহস্পতিবার) কক্সবাজারে একদিনে সর্বোচ্চ ২০ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এরমধ্যে পেকুয়ায় ৯ জন, কক্সবাজার সদরে ৬ জন, চকরিয়ায় ২ জন, মহেশখালীতে ২ জন ও লোহাগাড়ায় ১ জন। ১৫০ জন সন্দেহভাজন রোগীর নমুনা পরীক্ষা করে এই ফল পাওয়া যায়। এর আগে কক্সবাজারে একদিনে সর্বাধিক ১১ জন করোনা রোগী শনাক্ত হওয়ার রেকর্ড ছিল।
পেকুয়ায় করোনায় আক্রান্ত ৯জনের মধ্যে ৮জনই মোস্তাক ফার্মেসীর মালিকের আরেক ছেলেসহ ৭ জন কর্মচারী বলে পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা গেছে ।
গত ০৫ মে মোস্তাক ফার্মেসির মালিকের ছেলের করোনা পজিটিভ আসে,তাই তার সংস্পর্শে আসা ১৮ জনের নমুনা টেস্ট করা হয় এর মধ্যে ০৮ জনেরই করোনা পজিটিভ।
তারা হলেনঃ
১.আসমাউল ফাহিম(২৩) সবজীবন পাড়া।
২.মোঃ রিয়াজ উদ্দিন (২৪) সবজীবন পাড়া।
৩.মোঃ আজিজুল্লাহ (৩২) পেকুয়া বাজার।
৪.মোঃ বোরহান উদ্দিন (২২) পেকুয়া বাজার।
৫.রিফাতুল ইসলাম (২০) পেকুয়া বাজার।
৬.দিদারুল ইসলাম (২৩) পেকুয়া বাজার।
৭.মোঃ আলী আশরাফ (২২) পেকুয়া বাজার
৮.মোঃ জমির (১৭) পেকুয়া বাজার
৯.মোঃ সরওয়ার (২৭) পেকুয়া বাজার।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০