
ডি এইচ মনসর, আনোয়ারা :
চট্টগ্রামের আনোয়ারায় আরও ৩জনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় কভিড-১৯ রোগীর সংখ্যা দাঁড়াল ১৭৩ জনে।
মঙ্গলবার সকালে আনোয়ারা থানার করোনা কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়। গত ১৮ ও ১৯ জুলাই তাদের নমুনা সংগ্রহ করা হয়েছিল।
নতুন করে করোনা আক্রান্ত তিনজনই পুরুষ। তাদের বয়স ৩৮-৬২ বছরের মধ্যে। এদের একজন চট্টগ্রাম সারকারখানার কর্মকর্তা। তিনি বর্তমানে নগরীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে রয়েছেন। অপর দুইজন উপজেলার হাজীগাঁও ও ডুমুরিয়া গ্রামের বাসিন্দা হলেও তারা শহরে বাস করেন।
আনোয়ারা থানার এএসআই এমরান হোসেন বলেন, আক্রান্ত ব্যক্তিদের হোম আইসোলেশন নিশ্চিত করা হয়েছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, উপজেলায় এ পর্যন্ত কভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে ১৭৩ জন। তার মধ্যে সুস্থ হয়েছেন ১২১ জন আর মারা গেছেন চারজন।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০