আবুতৌহিদ, আটোয়ারী,পঞ্চগড়ঃ
আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। শনাক্ত রিপোর্ট হাতে পাওয়ায় তাৎক্ষণিক ভাবে আটোয়ারী স্বাস্থ্য বিভাগের পক্ষেঃ ডাঃ মোঃ হুমায়ুন কবীর উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা,ডাঃ মোঃ সইফুজ্জামান বিপ্লব মেডিকেল অফিসার, মোঃইদ্রীস আলী MT EPI, ইয়াছিন আলী
উপস্থিত থেকে করোনা আক্রান্ত রোগী এবং পরিবারকে দিকনির্দেশনা ও প্রয়োজনীয় ঔষধপত্র প্রদান করেন।
এসময় আটোয়ারী ও বারোঘাটি থানা পুলিশ ও ধামোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম দুলাল উপস্থিত থেকে সার্বিক সহযোগীতা করেন।