ঢাকাশনিবার , ১৮ মে ২০২৪
  1. সর্বশেষ
  2. আন্তর্জাতিক

হিজাব মামলায় রায় স্থগিত রাখল ভারতের সুপ্রিম কোর্ট

প্রতিবেদক
রফিকুল ইসলাম জসিম
২২ সেপ্টেম্বর ২০২২, ৪:৫৭ অপরাহ্ণ

Link Copied!

রফিকুল ইসলাম জসিম : হিজাব মামলায় রায়দান স্থগিত রাখল সুপ্রিম কোর্ট। কর্নাটক শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব মামলা নিয়ে উত্তপ্ত হয় গোটা দেশ। এই মামলায় শুনানি স্থগিত রাখল শীর্ষ আদালত। ১০ দিন ধরে শুনানি চলার পর শীর্ষ আদালত হিজাব মামলায় রায় দেওয়া স্থগিত রাখল।

এর আগে হিজাম মামলায় শুনানি চলাকালীন একটি গুরুত্বপূর্ণ পর্বেক্ষণ করেছিল শীর্ষ আদালত। বলা হয়েছিল, ‘ক্লাসে হিজাব পরার অনুমতি দেওয়া হলে তা দেশের বৈচিত্র্যকে তুলে ধরার একটি সুযোগ এবং এতে শিশুরা ছোট বয়স থেকেই দেশের বৈচিত্র্য সম্পর্কে অবগত থাকবে।’ বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট হিজাব মামলা নিয়ে রায়দান আপাতত স্থগিত রাখল।

শুনানি চলাকালীন ভারতের সলিসিটর জেনারেল তথা কর্ণাটক সরকারের আইনজীবী তুষার মেহতা দাবি করেন, কুরআনে উল্লেখ থাকলেই কোনও প্রথা জরুরি হয় না। শুধুমাত্র যে প্রথাগুলি নির্দিষ্ট শর্ত পূরণ করে সেগুলি জরুরি বলে বিবেচিত করা হয়। আদালতে সরকারি আইনজীবী দাবি করেন, সংবিধানের ভিত্তিতে আদালতের সিদ্ধান্ত নেওয়া উচিত।

প্রসঙ্গত, কর্নাটকের উদুপিতে শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরে ক্লাসে ঢুকতে বাধা দেওয়া হয়। তার পরেই গোটা দেশেই বিক্ষোভের আগুন জ্বলে ওঠে। এই ঘটনায় হস্তক্ষেপ করে কর্নাটক সরকার। মামলা আদালত পর্যন্ত গড়ায়। কর্নাটক হাই কোর্ট তার রায়ে জানায়, হিজাব মুসলিমদের জন্য বাধ্যতামূলক নয়। সেই ক্ষেত্রে স্কুল বা কলেজের ইউনিফর্ম মেনেই পড়ুয়াকে শ্রেণিকক্ষে ঢুকতে হবে। হিজাব বিতর্ক নিয়ে কর্ণাটক হাই কোর্টের রায়ে অসন্তুষ্ট হয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় মামলাকারীরা। সেই আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষ হয় আজ। আপাতত হিজাব মামলায় রায়দান স্থগিত রাখল সুপ্রিম কোর্ট।

200 Views

আরও পড়ুন

গাজায় চলমান গণহত্যার বিরুদ্ধে বুটেক্স শিক্ষার্থীদের মানববন্ধন

রূপগঞ্জের জাঙ্গীর কুদুর মার্কেট-নদীরঘাট রাস্তাসহ ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন

নাগরপুরে হেভিওয়েট প্রার্থী না থাকায় জমেনি উপজেলা নির্বাচন

“রাখে আল্লাহ, মারে কে” : নাইক্ষ্যংছড়ি ছালামী পাড়ায় মোটরসাইকেল মার্কার সমর্থনে উঠান বৈঠকে চেয়ারম্যান প্রার্থী তোফাইল

কবি ফিরোজ খানের কবিতা

নাইক্ষংছড়িতে প্রিজাইডিং সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ !!

লোহাগাড়ার আজিজ কাতারে মারা গেলো স্ট্রোকে

যশোরে মেলার নামে চলছে সর্বনাশা লটারি!

গৃহবধূকে পিটিয়ে হ’ত্যা, স্বামী–শশুড়-শাশুড়ী পলাতক

নাগরপুরে ভাইস চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা গোলাম বহিষ্কার

বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় ‘রেমাল’

আদমদীঘিতে ভোট গ্রহনকারি কর্মকার্তদের প্রশিক্ষন উদ্বোধনী সভায় বগুড়া জেলা প্রশাসক