যৌবনকালের ইবাদত একটি লাভজনক ইনভেস্টমেন্ট বলে মন্তব্য করেছেন জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী। নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে একটি ভিডিওতে তিনি এই কথা বলেন।
তিনি বলেছেন, যৌবনকালে আল্লাহ তায়ালার দাসত্ব, ইবাদত করতে পারলে বৃদ্ধ বয়সে ইবাদত করতে না পারলেও আল্লাহ তায়ালা আমলনামায় ইবাদতের সওয়াব দিয়ে পূর্ণ করে দেবেন।
বৃদ্ধ বয়সে কোমরে ব্যথা, ডায়াবেটিস বা কোনো কারণে ফজরে উঠতে পারছেন না, আল্লাহ বলবেন, যুবক অবস্থায় কি করেছে তা দেখো। ওই সময় যা করেছে তা লিখে দাও আমলনামায়। এজন্য আল্লাহর রাসূল সা. যৌবনকালকে কাজে লাগাতে বলেছেন।
রাসূল সা. পাঁচটা বিষয় আসার আগে পাঁচটা বিষয়কে মূল্যায়ন করতে বলেছেন। এরমধ্যে একটি হচ্ছে, যৌবনকাল। তিনি বলেছেন—
তোমার যৌবনকে মূল্যায়ন করো বার্ধক্য আসার আগে। অসুস্থতার আগে সুস্থতাকে কাজে লাগাও। গরিব হওয়ার আগে সম্পদকে কাজে লাগাও। ব্যস্ত হওয়ার আগে অবসর সময়কে কাজে লাগাও। মৃত্যু আসার আগে জীবনকে কাজে লাগাও। এজন্য যৌবনকালকে কাজে লাগাতে হবে।
মাওলানা মিজানুর রহমান আজহারী বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন। ২০২০ সালে দেশ ছাড়ার পর প্রায় সাড়ে ৪ বছর পর ২ অক্টোবর দেশে ফিরেছিলেন তিনি। তবে মাত্র ৯ দিন দেশে অবস্থানের পর ১১ অক্টোবর আবারো মালয়েশিয়া চলে যান তিনি।
মালয়েশিয়ায় যাওয়ার বিষয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি বলেন, দীর্ঘ পাঁচ বছর পর সংক্ষিপ্ত সফরে দেশে এসেছিলাম। বেশিরভাগ সময় পরিবারের সাথেই কাটিয়েছি। এরই মাঝে বিভিন্ন ঘরানার আলিম-ওলামা ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে একটি ক্লোজ মিট-আপ প্রোগ্রাম করেছিলাম। আলহামদুলিল্লাহ, সত্যিই সে-দিনটি বেশ উপভোগ্য ছিল। তবে শর্ট নোটিশে প্রোগ্রামটি আয়োজনের কারণে অনেক প্রিয় ভাই আসতে পারেননি। আবার কিছুটা তাড়াহুড়ো করে দাওয়াত দেয়ার কারণে, বেখেয়ালবশত অনেকে বাদ পড়েছেন। আশাকরি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পরবর্তীতে সবার সাথে সাক্ষাতের প্রত্যাশা রইলো।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০