অস্ট্রেলিয়ার মেলবোর্নে আজান দিয়ে বেশ প্রশংসিত হচ্ছেন পাকিস্তানের জনপ্রিয় ও তরুণ গায়ক অসিম আজহার। এরই মধ্যে গায়কের আজান দেয়ার ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকহারে ভাইরাল হয়েছে।
স্থানীয় সময় গত শুক্রবার জুমার নামাজের আজান দেন তিনি। পরে নিজের ইনস্টাগ্রাম একাউন্টে অসিম আজহার আজান দেয়ার ভিডিওটি শেয়ার করেন, এরপর তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
ভিডিওর ক্যাপশনে আনন্দ প্রকাশ করে তিনি লেখেন, ‘সত্য হলো- জুমার দিন জীবনের সবচেয়ে উত্তম দিন। এদিনেই অস্ট্রেলিয়ার মেলবোর্নে বসবাসরত মুসলিমদের জন্য আজান দেয়ার সৌভাগ্য হলো আমার।’
অসিম আজহার আরো লেখেন, ‘এই মুহূর্তের আরো একটি সুন্দর দৃশ্য হলো- এখানের সব মাসলাকের মুসলিম একত্রে নামাজ আদায় করেন।’
রোববার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে পাক-ভারত ম্যাচের আগে আগে ভিডিওটি সামনে আসে। ম্যাচের কথা স্মরণ করিয়ে দিয়ে অসিম আজহার ভক্তদের উদ্দেশে বলেন, ‘আপনারা নিশ্চিন্ত থাকুন এবং সবাই দোয়া করুন যেন ম্যাচটি বৃষ্টিতে ভেসে না যায়।’
অসিম আজহার পাকিস্তানের একজন তরুণ সম্ভবনাময় গায়ক। গানের পাশাপাশি তার কণ্ঠে মাঝেমধ্যে ইসলামী নাশিদও শোনা যায়। তিনি উপমহাদেশে বেশ জনপ্রিয়।
সূত্র : এক্সেপ্রেস নিউজ উর্দু