ঢাকাশুক্রবার , ১৭ অক্টোবর ২০২৫
  1. সর্বশেষ

বিশ্বনবী (সা.) নিজ হাতে যে খেজুর গাছ লাগিয়েছেন

প্রতিবেদক
রফিকুল ইসলাম জসিম
১ সেপ্টেম্বর ২০২২, ১০:২৭ পূর্বাহ্ণ

Link Copied!

বিশ্বনবী রাসূল (সা.) সর্বপ্রথম নিজ হাতে আজওয়া খেজুরের বীজ রোপণ করেছিলেন। তবে এ খেজুরের জন্মের পেছনে রয়েছে বিশেষ এক কারণ। হজরত সালমান ফার্সী (রা.) ছিলেন একজন ক্রীতদাস। একদিন তিনি তার এ দাসত্বের জীবন থেকে মুক্তি চাইলেন তার মালিকের কাছে। তার মালিক ছিলেন একজন ইহুদি। তখন সেই মালিক তাকে শর্ত দেন, নির্দিষ্ট কয়েক দিনের মধ্যে তাকে ৪০ আউন্স স্বর্ণ দিতে হবে, সেই সাথে ৩০০টি খেজুর গাছ রোপণ করে সেখানে খেজুর ফলাতে হবে। যদি এ শর্ত তিনি মেনে নেন, তবেই দাসত্ব থেকে তাকে মুক্তি দেওয়া হবে। কিন্ত এত কম সময়ে এত অর্থ যোগাড় করা আর খেজুর ফলানো অসম্ভব।

এরপর সালমান ফার্সী (রা.) মহানবীর দরবারে এসে ঘটনা বর্ণনা করলেন। ঘটনা শুনে তিনি ৪০ আউন্স স্বর্ণের ব্যবস্থা করলেন। তারপর হজরত আলী (রা.)-এর সঙ্গে নিয়ে গেলেন ওই ইহুদির কাছে। ইহুদি এক কাঁদি খেজুর দিয়ে বললেন, এই খেজুর থেকে চারা উৎপন্ন করে ফল ফলাতে হবে। মহানবী দেখলেন যে, ইহুদির দেওয়া খেজুরগুলো সে আগুনে পুড়িয়ে কয়লা করে ফেলছে যাতে চারা না উঠে। তিনি আলী (রা.) কে গর্ত করতে বললেন, আর সালমান ফার্সীকে (রা.) বললেন পানি আনতে।

আলী (রা.) গর্ত করলে রাসূল সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে প্রতিটি গর্তে সেই পোড়া খেজুর রোপন করলেন। পরবর্তীতে তিনি সালমান ফার্সীকে (রা.) সেই গর্তে পানি দিতে বলেন, একই সঙ্গে নির্দেশ দেন বাগানের শেষ প্রান্তে যাওয়ার আগ পর্যন্ত যেন তিনি পেছনে ফিরে না তাকান। রাসূলের কথামতো ফার্সি (রা.) বাগানের শেষ প্রান্তে যাওয়ার পর পেছনে ফিরে তাকালেন। তাকিয়ে তিনি দেখলেন যে প্রতিটি গাছ খেজুরে পরিপূর্ণ। আর খেজুরগুলো পেকে কালো রঙের হয়ে গেছে।

এ ছাড়া সহীহ আল বুখারিতে উল্লেখ রয়েছে, সাদ (রা.) বলেন, আমি রাসূল (সা.) কে বলতে শুনেছি, ‘যে ব্যক্তি ভোরে সাতটি আজওয়া খেজুর খাবে, সেদিন কোনো বিষ ও যাদুটোনা তার ক্ষতি করতে পারবে না।’ [আল বুখারি: ৫৪৪৫; মুসলিম: ২০৪৭]

এদিকে বিজ্ঞানের তথ্য মতে, আজওয়া খেজুরে আছে- আমিষ, শর্করা, প্রয়োজনীয় খাদ্য আঁশ ও স্বাস্থ্যসম্মত ফ্যাট। এ ছাড়া ভিটামিন এ, ভিটামিন বি সিক্স, ভিটামিন সি দ্বারা ভরপুর। ভিটামিন এর গুরুত্বপূর্ণ উপাদান ক্যারোটিনও রয়েছে এতে।

461 Views

আরও পড়ুন

শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের ইউনিয়ন কমিটি গঠন ও ত্রাণ বিতরণ

এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত তালহা জোবায়ের সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট হতে আগ্রহী

দেশসেরা টঙ্গীর তা’মীরুল মিল্লাত থেকে বড়লেখার তামিম শাহরিয়ার জিপিএ-৫

সুনামগঞ্জ-০৩ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ৭ প্রার্থী মাঠে, প্রচারণায় তুমুল লড়াইয়ে

জবি ফুড কার্ট স্টাফদের ছাত্রদল নেতা শাহরিয়ারের জার্সি উপহার

কমলগঞ্জে মণিপুরী লাইব্রেরি এন্ড রিসার্চ সেন্টারের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিতর্কিত ইউএনওর বদলি আদেশে শরণখোলায় স্বস্তি

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, গোবিপ্রবি শাখার নেতৃত্বে ইমন- জান্নাতি

সুনামগঞ্জ বিআরটিএ সাথে নিরাপদ সড়ক চাই’র মতবিনিময়

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

শান্তিগঞ্জে গ্রাম পুলিশ সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের শুভ উদ্ভোধন

শান্তিগঞ্জে সুবিপ্রবি’র স্হায়ী ক্যাম্পাস পূর্ব নির্ধারিত স্হানে বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময় সভা