ঢাকাসোমবার , ২৫ নভেম্বর ২০২৪
  1. সর্বশেষ

পৃথিবীতে শান্তি নিশ্চিত করতে রাসূল সা:-এর আদর্শ অনুকরণ প্রয়োজন : মুহাদ্দিস মাহমূদুল হাসান

প্রতিবেদক
নিউজ ভিশন ধর্ম ডেক্স
১৫ অক্টোবর ২০২২, ৯:২৮ অপরাহ্ণ

Link Copied!

পৃথিবীর আনাচে-কানাচে মারামারি, কাটাকাটি, হিংসা-বিদ্বেষ ছড়িয়ে পড়েছে। যুদ্ধ-বিগ্রহের দৃশ্য দেখে আইয়্যামে জাহেলিয়াতের ইতিহাস স্মরণ হয়ে যায়। অশান্ত পৃথিবীতে শান্তি নিশ্চিত করতে আল্লাহর রাসূলের জীবনাদর্শের অনুকরণ প্রয়োজন।’ কথাগুলো বলেছেন রাজধানীর মতিঝিলে অবস্থিত মিসবাহুল উলূম কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস ও মিডিয়া ব্যক্তিত্ব শায়খ মাহমুদুল হাসান।

শনিবার উলামা মাশায়েখ পরিষদ সিলেটের উদ্যোগে আইনজীবী সমিতির ২নং বার হলে আয়োজিত সিরাতুন্নবী সা: মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, ‘ব্যক্তিগত জীবন থেকে শুরু করে জীবনের প্রতিটি ক্ষেত্রে পরিত্রাণ পেতে রাসূলুল্লাহ সা:-এর সিরাত জানা ও মানা অপরিহার্য। মুসলমানদের উচিৎ তাঁর জীবনাদর্শকে উসওয়ায়ে হাসানাহ হিসেবে গ্রহণ করা।’

পরিষদের সভাপতি অধ্যক্ষ হাফিজ মাওলানা আব্দুল হালিমের সভাপতিত্বে এবং সেক্রেটারি ড. মাওলানা এ এইচ এম সোলায়মান ও সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ারের পরিচালনায় আয়োজিত মাহফিলে প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন শায়খুল হাদিস মাওলানা ইসহাক আল মাদানী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিষদের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ফখরুল ইসলাম, আলেমেদ্বীন অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম মাদানী, মাওলানা আবু তায়্যিব সৎপুরী, অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দী।

বিষয়ভিত্তিক আলোচনায় অংশগ্রহণ করেন আলেমেদ্বীন হাফিজ মাওলানা মিফতাহুদ্দীন আহমদ, শায়খ সাঈদ বিন নুরুজ্জামান মাদানী, মাওলানা মুহাম্মাদ অলিউর রহমান সিরাজী, হাফিজ মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা মাসুক আহমদ, হাফিজ মাওলানা মুশাহিদ আহমদ, অধ্যক্ষ মাওলানা ফখরুল ইসলাম ও হাফিজ আশরাফ উদ্দীন।

উপস্থিত ছিলেন প্রবীণ ইসলামী চিন্তাবিদ অধ্যাপক মাওলানা সৈয়দ মোহাম্মদ একরামুল হক, আলেমেদ্বীন অধ্যক্ষ মাওলানা আব্দুর রাজ্জাক, পরিষদের উপদেষ্টা মাওলানা সোহেল আহমদ, মুফতি আলী হায়দার, মুহাদ্দিস হাবীবুল্লাহ, মাওলানা সাদিক সিকানদার, মাওলানা মাহবুবুর রহমান সিদ্দিকী, অধ্যক্ষ মাওলানা আলী আক্কাস মোল্লা, মাওলানা আব্দুল হাফিজ মাসুদ, মাওলানা আসাদুর রহমান, মাওলানা আব্দুল ওয়াহিদ, মাওলানা জুনাইদ আল হাবীব, মাওলানা শাহ মাহমুদুল হক, হাফিজ মাওলানা মুখলিসুর রহমান, হাফিজ মাওলানা হাফিজুর রহমান প্রমুখ।

হাফিজ আব্দুল আহাদের কণ্ঠে অর্থসহ পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া মাহফিলে নাতে রাসূল সা: পরিবেশন করেন দিশারী শিল্পী গোষ্ঠীর সদস্য শিল্পী আহমদ নাফিস, আল-ফালাহ শিল্পী গোষ্ঠীর সদস্য জাহিদ জাফর এবং হামদে বারী তায়ালা পরিবেশন করেন তারান্নুম শিল্পী গোষ্ঠীর সদস্যবৃন্দ।

মাহফিলের শেষ পর্যায়ে দোয়া পরিচালনাকরেন আলেমেদ্বীন মাওলানা আব্দুল মতীন চৌধুরী শাহবাগী।

450 Views

আরও পড়ুন

আইডিইবির ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আধুনগর পলিটেকনিক ইনস্টিটিউটের র‌্যালি ও আলোচনা সভা

দোয়ারাবাজারে এফআইভিডিবি’র স্বাস্থ্য সামগ্রী বিতরণ

বোয়ালখালীর নব যোগদানকৃত শিক্ষা অফিসার হারুন উর রশীদকে বরণ

জামালপুরে মৃত আইনজীবী হলেন অতিরিক্ত জিপি

তানযীমুল উম্মাহ হিফয মাদ্রাসা, সাইনবোর্ড শাখার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

সাইফুল ইসলামের কবিতা : শীতের আমেজ

সড়ক দুর্ঘটনায় আহত ইসলামি বক্তা আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ

পাবনার হেমায়েতপুরে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ : নিহত ১

কাপাসিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিশাল শোভাযাত্রার আয়োজন

কাপাসিয়ায় ইসলাম শিক্ষা শিক্ষক পরিষদের উদ্যোগে সিরাতুন্নবী উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন

কক্সবাজারের ঈদগাহতে ফুলকুঁড়ি আসরের সুবর্ণজয়ন্তী উদযাপন

জবিস্থ শরীয়তপুর জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে সৌরভ – মনির