ঢাকাশুক্রবার , ২৬ জুলাই ২০২৪
  1. সর্বশেষ

আমেনা আক্তার মৌ'র শবে বরাত নিয়ে লেখা
তাৎপর্যপূর্ণ শবে বরাত

প্রতিবেদক
আবু সুফিয়ান সরকার শুভ
৫ মার্চ ২০২৩, ১১:০৫ অপরাহ্ণ

Link Copied!

আমেনা আক্তার মৌ

শবে বরাত অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি রাত যা ১৪ এবং ১৫ শাবানের মধ্যবর্তী রাতে সংঘটিত হয়। শবে বরাতকে লাইলাতুল বরাত ও বলা হয়।আরবিতে লাইল শব্দের অর্থ হলো রাত এবং বারাত শব্দের অর্থ হলো মুক্তি, ক্ষমা।

বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ বিভিন্ন রকমের নফল ইবাদতের মাধ্যমে শবে বরাত পালন করে। পবিত্র কুরআনে এই রাত নিয়ে সরাসরি কিছু বলা না থাকলেও হাদিসে একে ‘লাইলাতুল নিসফি মিন শা’বান’ বা ‘মধ্য শাবানের রজনী’ বলা হয়েছে।

মুহাদ্দিস ও ঐতিহাসিকদের মতে, ৪৪৮ সনে বাইতুল মুকাদ্দাসে প্রথম এ রাতে এ সালাত আদায়ের প্রচলন শুরু হয় (মিরকাতুল মাফাতীহ ৩/৩৮৮)। আলেম ওলামাদের বিশ্বাস যে, আল্লাহ পাক এ রাতে তাঁর বান্দাদের বিশেষভাবে ক্ষমা করেন। দলিল হিসেবে আল্লাহ তায়ালা সুরা দুখানে বলেছেন, ‘নিশ্চয়ই আমি সতর্ককারী।’ এখানে আল্লাহ পাপী বান্দাদের সতর্ক করেছেন।

এ রাতে অধিকাংশ বান্দা নফল ইবাদত করে এবং দিনে সিয়াম পালন করে। এই রজনীকে লাইলাতুল বরাত ও বলা হয়। এ রাতে আল্লাহ তায়ালা আসমানের দরজাসমূহ, রহমতের দরজাসমূহ, সুখ ও সমৃদ্ধির দরজাসমূহ খুলে দেন। আল্লাহ তায়ালা এ রাতে চতুষ্পদ পশুদের গায়ের পশমের সমপরিমাণ বান্দাগণকে জাহান্নাম হতে মুক্ত করেন এবং আগামী এক বছরের রিযিক নির্ধারণ করেন।

আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে ঘোষণা দিয়েছেন যে, যারা এ রাতে জাগ্রত থেকে আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লাকে একক সত্ত্বা জেনে তাঁর জিকির করবে, নামাজ পড়বে, পবিত্র কুরআন তিলাওয়াত করবেও অধিক পরিমাণে ইস্তেগফার পাঠ করবে তাদের স্থান হবে জান্নাতে এবং ইতিপূর্বে যা গোনাহ করেছে সব ক্ষমা করে দেওয়া হবে।আল্লাহ পাক সবাইকে শবে বরাত এর তাৎপর্য উপলব্ধি করার তৌফিক দান করুন।

শিক্ষার্থী, সমাজকর্ম বিভাগ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা
417 Views

আরও পড়ুন

ঢাবির ভিসি চত্বরে গায়েবানা জানাযা অনুষ্ঠিত

মাদারীপুরে কোটা সংস্কার আন্দোলনে ছাত্রলীগের হামলা : ৫ শিক্ষার্থী আহত

সারাদেশে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ছাত্রলীগ পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত প্রত্যাহার 

চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হবিবুর রহমান হল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার।

কোটার আ‌ন্দোল‌নে

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা রাবি, হল ত্যাগের নির্দেশ।

আবাসিক হল বন্ধ ঘোষণার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ মিছিল।

শিবপুরে কোটা আন্দোলনকে ঘিরে মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ কর্মসূচি

জামালপুরে ছাত্রলীগের সমাবেশে কর্মীর ছুরিকাঘাতে নেতা জখম ও রক্তাক্ত

স্কুল-কলেজ বন্ধ ঘোষণা, স্থগিত বৃহস্পতিবারের এইচএসসি পরিক্ষা

শিক্ষার্থীদের নিরাপত্তায় ইবির বঙ্গবন্ধু হলের পকেটগেট বন্ধ করলো প্রশাসন