ঢাকামঙ্গলবার , ২৬ নভেম্বর ২০২৪
  1. সর্বশেষ

কুরআন-হাদীসে স্বস্তির দিশা : মিডিয়া ছেড়ে দ্বীনের পথে সুজানা জাফর

প্রতিবেদক
নিউজ ভিশন
১৬ জুন ২০২০, ৫:৩২ অপরাহ্ণ

Link Copied!

মুহাম্মদ আবদুল ওয়াহিদ :

দেশের অন্যতম জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সুজানা জাফর ১৬ বছরের শোবিজে পথচলার ইতি টানলেন। এতদিন মিডিয়ায় সুনামের সঙ্গে কাজ করেও এভাবে বলে-কয়ে প্রস্থান নেওয়া যায়, সেটা জানা গেল তার মুখেই। দুবাই থেকে সুজানা জানালেন, তিনি মিডিয়াতে আর কাজ করবেন না। এখনই মিডিয়া থেকে বিদায় নেওয়ার উত্তম সময়।

সুজানা বলেন, বুটিক্স ব্যবসায় নিজেকে জড়িয়ে ও সমাজের ছিন্নমূল মানুষের জন্য কাজ করতে গিয়ে এমনিতেই মিডিয়ায় কম সময় দিয়েছি শেষ তিন বছর।

এর মধ্যে ২০১৮ সালের নভেম্বরে ওমরাহ্‌ হজ পালনের পর মিডিয়া থেকে মন আরও সরে যায়। এছাড়া গত তিন বছরে দু’একটি কাজ করতে গিয়ে দেখেছি, মিডিয়া অনেক পরিবর্তন হয়ে গেছে। সত্যি কথা বলতে প্রথমদিকে কাজের যেমন পরিবেশ ছিল এখন তেমনটা পাইনি।

আমার কাছে এখন মিডিয়া জায়গাটা কমফোর্টেবল না।
মিডিয়া ছাড়ার জন্য কেউ বাধ্য করেনি জানিয়ে তিনি আরও বলেন, ছোটবেলা থেকেই নামাজ আদায় করতাম, কোরআন পড়তাম। এটা হয়তো অনেকের অজানা ছিল। করোনায় গত তিনমাসে হোম কোয়ারেন্টাইনে থেকে আমি কোরআন, হাদিস থেকে অনেক বেশি জ্ঞান নিয়েছি। সেসব জ্ঞান থেকে আমার মনে হয়েছে মিডিয়াতে আমার কাজ করা ঠিক না এবং মন থেকে কাজের উদ্দীপনা আসছে না।

গত ৩ মাসে কোরআন, হাদিস থেকে যা শিখেছি সেখান থেকে আমি বেশি শান্তি পেয়েছি, যা আগে কখনই পাইনি। এ কারণে আমার মন থেকে মিডিয়ায় কাজের ইচ্ছে নষ্ট হয়ে গেছে।

মিডিয়া নিয়ে কোনও তিক্ত অভিজ্ঞতা না থাকলেও সুজানা তার ক্যারিয়ারের শুরুর আর এখনের সময়ের মধ্যে কিছু ব্যবধান উপলব্ধি করেছেন। তিনি বলেন, ১৬ বছর আগে যোগ্যতা দিয়ে কষ্ট করে যেভাবে কাজ হতো এখন ওই জিনিসটা আর দেখি না। এখন যোগাযোগ ও যোগ্যতার চেয়ে মানুষের সঙ্গে ব্যক্তিগত রিলেশন প্রাধান্য পাচ্ছে। যার সাথে যার রিলেশন তার সাথেই কাজে বেশি দেখা যায়। এটা একতরফা লাগে। আগের সেই পরিবেশ এখন নেই।

তিনি জীবনের এই পর্যায়ে এসে নিজের বুটিক্স ব্যবসা, ভবিষ্যত পরিকল্পনা ও বিয়ে নিয়ে বলতে গিয়ে জানান, আপাতত নিজেকে ব্যস্ত রেখেছি ব্যবসা ও সমাজের নানা কল্যাণে। কিছু আশ্রম ও অসহায় মানুষের দায়িত্ব নিয়েছি। আর জন্ম-মৃত্যু-বিয়ে এগুলো আল্লাহর হাতে। তার যখন হুকুম হবে আমার বিয়ে হবে। অবশ্যই বিষয়টি আমার পরিবার দেখবে। কিন্তু আমি মন থেকে চাই আমার যিনি জীবনসঙ্গী হবেন তিনি ইসলামিক মাইন্ডের একজন সৎ মানুষ হবেন

এদিকে, আজ এই মডেল অভিনেত্রীর জন্মদিন। কিন্তু এবারের জন্মদিনে তিনি দেশে নেই। তিনি মূলত একটু ভিন্ন আঙ্গিকে নিজের জন্মদিন পালন করে থাকেন। দেশে থাকলে এই দিনটা সুজানা প্রতিবন্ধী ও অনাথ শিশুদের সাথে কাটান। তবে এবার তিনি দেশে না থাকলেও তাদের নিয়ে প্রতি বছরের মতো করা আয়োজন এবারও পরিকল্পনায় রেখেছেন। তিনি জানান, দেশে থাকলে বিশেষ এই দিনটাতে ওদেরও সময় দেই। এবারও ওদের জন্য মনটা খুব টানছে। তাই আমি দেশে না থাকলেও প্রতিবারের মতো এবারও আয়োজন রেখেছি।

সুজানা জাফর এই মুহূর্তে পরিবারের সঙ্গে দুবাইতে অবস্থান করছেন। সেখান থেকে মুঠোফোনে ব্যক্তিজীবনের বিষয় নিয়ে আরটিভি অনলাইনের মুখোমুখি হন তিনি।

সাক্ষাৎকার নিম্নরূপ  :

১. জন্মদিন শুভ হোক, কীভাবে উদযাপন করছেন দিনটি ?

আমি প্রতিটা জন্মদিন প্রতিবন্ধী শিশুদের সঙ্গে উদযাপন করি। এবার দেশের বাইরে অবস্থান করছি এবং করোনার কারণে তাদের কাছে যেতে পারছি না। তবে তাদের জন্য খাবার পাঠিয়েছি। অনলাইন লাইভের মাধ্যমে কেক কাটবো, জন্মদিন উদযাপন করব। এছাড়া রাস্তার কিছু অসহায় মানুষদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। আমার কয়েকজন শুভাকাঙ্ক্ষী আছেন, মূলত তারা দেশে থেকে এই কাজগুলো করে দিচ্ছেন।

২. মিডিয়া ছাড়ার পেছনে বিশেষ কোনো কারণ আছে কী ?

আসলে মিডিয়ার পরিবেশ আগে সুন্দর ছিল, এখন অনেক পরিবর্তন হয়ে গেছে। আগে যোগ্যতা, মেধা নিয়ে মানুষ কাজ করতেন, আমাদের অনেক সিনিয়র অভিনয় শিল্পীরা আছেন, যাদের কাজগুলো আমাদের এখনো মুগ্ধ করে, তাদের অনুসরণ করার চেষ্টা করতাম। কিন্তু এখন তো ব্যক্তিগত সম্পর্ক ধরে মানুষ কাজ করেন।

আমি ১৬ বছর মিডিয়াতে কাজ করেছি কিন্তু কখনো একটানা কাজ করিনি। মাঝেমধ্যে দুই, তিন, চার বছর করে বিরতি দিয়েছি। কারণ হলো যখন মানসম্মত কাজ পেয়েছি করেছি, অন্যথায় করিনি। আমার সব কাজ বাছাই করা ছিল।

৩. এই করোনার সংকটে কেমন চলছে ব্যবসা ?

করোনায় সবারই ব্যবসার অবস্থা খারাপ। তবে আমি কর্মীদের কথা ভেবে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করিনি। এই মুহূর্তে বন্ধ করলে তারা কোথায় যাবেন? নতুন চাকরি পাওয়া কষ্ট হয়ে যাবে। সবাইকে ঠিকমতো বেতন দিয়ে যাচ্ছি।

৪. লকডাউনে সময় কীভাবে পার করছেন ?

আসলে লকডাউনটা আমার জন্য আশীর্বাদ বলা চলে। কারণ এই সময় আমি ধর্মীয় বিষয়ে অনেক কিছু শিখেছি। প্রতিনিয়ত নতুন করে শিখছি। দোয়া শেখা, হাদিস পড়া, কুরআন শরিফ পড়ে সময় পার করছি। আমি ছোট থেকে ধর্মীয় বিষয়গুলো চর্চা করার চেষ্টা করি। আর এই রমজানে কদরের রাতগুলোতে ইহতেকাফে ছিলাম। আর সবচেয়ে বড় বিষয় হলো- এই সময় আমি যা শিখছি তা নিজের অবস্থান থেকে প্রচার করছি। ভাই-বোনদের শোখাচ্ছি। সোশ্যাল মিডিয়ায় প্রচার করি। অনেকেই সোশ্যাল মিডিয়া থেকে আমাকে নক দেন, এসব প্রচারে তারাও উপকৃত হচ্ছেন।

৫. ধর্মীয় পথে কাকে অনুসরণ করেছেন ?

আমার অনেক ফ্যান আছে, তবে দেশের ভেতর আমি একজনকে ফলো করি। তিনি হলেন মিজানুর রহমান আজহারী। তার অনেক বড় ভক্ত আমি। আমি আজহারীর অনেক ওয়াজ শুনি। তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। আর দেশের বাইরে ডা. জাকির নায়েক ও মুফতি ইসমাইলের আলোচনা শুনি।

৬. ইসলামের পথে আপনি নিজেকে খুঁজে পেয়েছেন, সহশিল্পীদের উদ্দেশে কী বলবেন ?

আমার সহশিল্পীদের জন্য আমি দোয়া করি। সবার কল্যাণ চাই। সবসময় চাই, আল্লাহ যেন তাদের হেদায়েত দেন, তারা যেন ইসলামের পথে আসার সুযোগ পান।

৭. ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কী বলবেন ?

অনেকেই আমাকে ফলো করেন, ভালোবাসেন। আসলে আমি মিডিয়াতে তারকা হবার ইচ্ছে নিয়ে আসিনি। সবার ভালোবাসায় আমি আজকের সুজানা। যারা আমাকে ফলো করেন, ভালো কাজ দেখে ফলো করেন। আর নতুন করে যারা ফলো করবেন আশা করি ভালো কাজ দেখেই করবেন। সবাই সৎপথে চলবেন, ভালো কাজ করবেন এটাই প্রত্যাশা।

সূত্র : আরটিভি/ দৈনিক বাংলাদেশ প্রতিদিন

141 Views

আরও পড়ুন

সুনামগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংর্ঘষে শান্তিগঞ্জের এক মহিলা নিহত

শান্তিগঞ্জের জয়কলসে বিএনপির কর্মীসভা

শান্তিগঞ্জে সিলেট-সুনামগঞ্জ সড়কে সংকেতহীন স্পিড ব্রেকার,দূর্ঘটনার আশঙ্কা

বুটেক্স শিক্ষার্থীদের উপর ঢাকা পলিটেকনিক শিক্ষার্থীদের হামলা, আহত অর্ধ শতাধিক

পাঠকের অনুভূতিতে ❝কলিজার আধখান❞

অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে বিএনপি সন্দেহ করছে–ড. হুমায়ুন কবির

বিশ্বরূপ চন্দ্র বিশ্বাসের কবিতা:- হাসি

শান্তিগঞ্জে জমিয়তের গণসংবর্ধনা ও কাউন্সিল শুক্রবার

শান্তিগঞ্জে জমিয়তের গণ সমাবেশ সফল করার লক্ষে সংবাদ সম্মেলন

আইডিইবির ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আধুনগর পলিটেকনিক ইনস্টিটিউটের র‌্যালি ও আলোচনা সভা

দোয়ারাবাজারে এফআইভিডিবি’র স্বাস্থ্য সামগ্রী বিতরণ