অধ্যাপক শামসুল হুদা লিটনঃ
কাপাসিয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়নের নাশেরা গ্রামের নির্মাণাধীন বাইতুননূর জামে মসজিদ কমপ্লেক্সে( ৯ এপ্রিল) শুক্রবার প্রথম জুমার নামাজ আদায় করা হয়েছে। নতুন মসজিদ কমপ্লেক্সে প্রথম জুমার নামাজে ছিল মুসল্লিদের উপচেপড়া ভীড়।
মসজিদ কমপ্লেক্সে উদ্বোধন উপলক্ষে জুমার নামাজের পূর্বে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মসজিদ কমপ্লেক্স পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট ব্যাংকার মীর মোঃ মজিবুর রহমানের সভাপতিত্বে ও অধ্যাপক শামসুল হুদা লিটন এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন, কাপাসিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ্ব হযরত মাওলানা মমতাজ উদ্দীন, হযরত মাওলানা সাইফুল্লাহ সরকার, মসজিদের খতিব হযরত মাওলানা অধ্যক্ষ হারুন - অর রশিদ মোল্লা, হযরত মাওলানা মোঃ মুসা, বিশিষ্ট সমাজ সেবক জসীম উদ্দীন শিকদার, বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, মোঃ ওসমান গনি, মসজিদ কমিটির কর্মকর্তা জাকির হোসেন কিরন, মোয়াজ্জেম হোসেন প্রমূখ।
প্রকাশ, নাশেরা বাইতুননূর জামে মসজিদটি বিগত শতাব্দীর প্রথম দিকে প্রতিষ্ঠিত হয়। আধাপাকা টিনসেট মসজিদ ভেঙে গত বছরের মাঝামাঝি সময়ে তিন তলা ফাউন্ডেশন বিশিষ্ট মসজিদ কমপ্লেক্সের পুণ নির্মাণ কাজ শুরু হয়। ইতোমধ্যে ছাদ পর্যন্ত নির্মাণ কাজ শেষ হয়েছে। অর্থের অভাবে অবশিষ্ট কাজ সাময়িকভাবে বন্ধ রয়েছে। পবিত্র মাহে রমজানকে সামনে রেখে নির্মাণাধীন মসজিদ কমপ্লেক্সকে আপাতত নামাজ পড়ার উপযোগী করা হয়। আলোচনা অনুষ্ঠানে মসজিদ কমপ্লেক্সের বাকী কাজ সম্পন্ন করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন মসজিদ কমপ্লেক্স পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০