ঢাকাসোমবার , ২৫ নভেম্বর ২০২৪
  1. সর্বশেষ

অনলাইন ক্যাম্পেইন, সালাতুল ফজর মসজিদে আদায়ের প্রচেষ্টা

প্রতিবেদক
রফিকুল ইসলাম জসিম
২০ অক্টোবর ২০২২, ১:২০ অপরাহ্ণ

Link Copied!

রফিকুল ইসলাম জসিম: ‘ফজর আর করবো না কাজা’ শ্লোগান নিয়ে ‘ফজর মোবারক’ অনলাইন ক্যাম্পেইনে মসজিদে সালাতুল ফজর আদায়ের প্রচেষ্টার দাওয়াত কার্যক্রম এখন একটা সামাজিক আন্দোলনে রূপ নিতে যাচ্ছে। মাত্র এই কয়েকদিনে অনলাইন প্রচারণায় অনেক ভাই ফজরের জামাতে শরিক হতে উৎসাহিত হয়েছেন দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ফজরের নামাজ পাঁচ স্তম্ভের অন্যতম একটি। অন্য চার ওয়াক্তের চেয়ে ফজরের নামাজ অধিক গুরুত্বপূর্ণ। ফজর নামাজ আদায় করলে বহু সওয়াব ও পুরস্কারের কথা হাদিসে উল্লেখ রয়েছে। এই নিয়ে সাম্প্রতিক সময়ে অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যমে সালাতুল ফজর মসজিদে আদায় প্রচেষ্টার ক্যাম্পেইনে বিরামহীন ভাবে কাজ করে যাচ্ছেন।

ফজরের সালাত আল্লাহ জানেন যে বান্দার জন্য কঠিন হবে,তাই সংক্ষিপ্ত করে দিয়েছেন। দু’রাকাত সুন্নাত,দু’রাকাত ফরজ। তবুও অধিকাংশ মুসলিম ঘরে এই সালাতের তাগাদা নেই। তবে ‘ফজর মোবারক’ অনলাইন ক্যাম্পেইনে বেশ কিছু শ্লোগান সামনে নিয়ে এসেছে তা হলো- ”ফজর হল শয়তানের বিরুদ্ধে মুমিনের প্ৰথম বিজয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সালাতুল ফজর মসজিদে আদায় প্রচেষ্টার তাদের ‘ফজর মোবারক ক্যাম্পেইনে প্রসঙ্গে  মাওলানা রুহুল আমিন সাইমুন সাদী জানান, ফজরের সময় এত ভাই বেরাদার অনলাইনে থাকেন জানতামনা। ফজরের সময় অনেকেই জেগে উঠেন এবং ঘরেই নামাজ পড়েন৷ আমাদের প্রথম কাজ হবে এইসব ভাইদেরকে মসজিদে নিয়ে আসা৷

ফজর ক্যাম্পেইনের পেছনে আপনারা কারা কারা আছেন?

সাইমুন সাদী জানান, আমরা সবাই, যারা ফেসবুকে এ নিয়ে লিখেন তারা, যারা ফেসবুকের আগে থেকেই এমনকি অনলাইনের জন্মের আগ থেকেও ফজরের জন্য মানুষকে জাগাতেন তারা সবাই।

আপনাদের চলমান ক্যাম্পেইনের পেছনে সাংগঠনিক কাঠামো কিভাবে করেছেন?

সাইমুন সাদী: কোনো সাংগঠনিক কাঠামো নেই। ফজরের নামাজ প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। আপনার জন্যও যেমন আমার জন্যও তেমন। ফজর মোবারকের এই প্রচারণা কোনও সাংগঠনিক উদ্যোগ নয়। এই প্রচারণায় আপনি আমি সবাই যুক্ত হতে পারি।

ফজর ক্যাম্পেইনের প্রচারণা দ্বারা কতটুকু উম্মতে কী পরিমান ফায়দা হচ্ছে?

সাইমুন সাদী: ফজরের নামাজ জামাতে আদায় করার ব্যাপারে হাদীসে তাগিদ এসেছে। অনেকে অন্যন্য নামাজ পড়ার আদায় করলেও ফজরের ব্যাপারে শিথিলতা করেন। তবে আমরা অনেক ভাইই ফজরের জামাতে অংশগ্রহণ করছেন এই ক্যাম্পেইনের পর থেকে৷

ফেসবুকে আমরা কতকিছু করি। আসুন ফজর নিয়ে কিছু করি। অন্তত একটা পোস্ট লিখতে পারি। এটাও কাজে লাগবে। এবং তিনি জোর গলায় বলেন, ফজর ক্যাম্পেইন আখেরাতে আপনার সওয়াবের পাল্লা ভারি করবে ইনশাআল্লাহ।

314 Views

আরও পড়ুন

আইডিইবির ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আধুনগর পলিটেকনিক ইনস্টিটিউটের র‌্যালি ও আলোচনা সভা

দোয়ারাবাজারে এফআইভিডিবি’র স্বাস্থ্য সামগ্রী বিতরণ

বোয়ালখালীর নব যোগদানকৃত শিক্ষা অফিসার হারুন উর রশীদকে বরণ

জামালপুরে মৃত আইনজীবী হলেন অতিরিক্ত জিপি

তানযীমুল উম্মাহ হিফয মাদ্রাসা, সাইনবোর্ড শাখার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

সাইফুল ইসলামের কবিতা : শীতের আমেজ

সড়ক দুর্ঘটনায় আহত ইসলামি বক্তা আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ

পাবনার হেমায়েতপুরে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ : নিহত ১

কাপাসিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিশাল শোভাযাত্রার আয়োজন

কাপাসিয়ায় ইসলাম শিক্ষা শিক্ষক পরিষদের উদ্যোগে সিরাতুন্নবী উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন

কক্সবাজারের ঈদগাহতে ফুলকুঁড়ি আসরের সুবর্ণজয়ন্তী উদযাপন

জবিস্থ শরীয়তপুর জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে সৌরভ – মনির