নিউজ ডেস্কঃ সিলেটে এক ঘণ্টার মধ্যে তিনবার ভূমিকম্প অনুভূত হওয়ার পর আরেক দফা দুইবার ভূমিকম্প হয়েছে। এতে সিলেট জুড়ে আতঙ্ক দেখা দিয়েছে। অনেকেই ধারণা করছেন ছোট ছোট ভূমিকম্পের পর বড় ধরণের ভূমিকম্প হতে পারে। আর বড় ধরণের ভূমিকম্প হলে সিলেট সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে অনেকেই পাঁচবার ভূমিকম্প হয়েছে বলে দাবি করলেও সিলেট আবহাওয়া অফিসও জানিয়েছে পাঁচবার ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পগুলোর উৎপত্তিস্থল সিলেট। এখানে রিখটার স্কেলে ভূমিকম্পের সর্বোচ্চ মাত্রা ছিল সকালে ছিল ৪ দশমিক ১।
এবং বিকাল ২টা ও ২টা ২০ মিনিটে আবারও ভূমিকম্পে কাপালো সিলেট।তবে বিকালের রিখটার স্কেলে ভূমিকম্পের সর্বোচ্চ মাত্রা কত রিখটার স্কেল ছিল তা বলতে পারেনি আবহাওয়া অফিস ।
সর্বশেষ বেলা ২টায় ও ২টা ২০মিনিটে আরেক দফা ভূমিকম্প হয়।
শনিবার (২৯ মে) সকাল ১০টা ৩৬ মিনিটে, ১০টা ৫১ মিনিটে, বেলা সাড়ে ১১টায় এসব ভূমিকম্প অনুভূত হয়।
সিলেট আবহাওয়া অধিদপ্তরের মাহমুদুল হক সুহেল বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন,সিলেটে পাঁচবার ভূমিকম্প হয়েছে। অনেকেই পাঁচবার দাবি করলে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা গেছে পাঁচবারও ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পগুলোর উৎপত্তিস্থল সিলেট। এখানে রিখটার স্কেলে ভূমিকম্পের সর্বোচ্চ মাত্রা ছিল সকালে ৪ দশমিক ১। সর্বশেষ বেলা ২টার দিকে আরেক দফা ভূমিকম্প হয়েছে।তার রিখটার স্কেল এখনও জানা যায়নি ঢাকা অফিস জানালে পরে জানতে পারবো।